ইদ পালন করা হয় আসানসোল, দুর্গাপুর, পানাগড়, রাণীগঞ্জ সহ বিভিন্ন জায়গায়। নামাজ পাঠের আয়োজন করা হয়েছিল বহু জায়গায়। তারপর শুরু হয় শুভেচ্ছা বিনিময়ের পালা। আট থেকে আশি সকলেই, একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন, আশীর্বাদ নিয়েছেন। সেই পর্ব মিটিয়ে শুরু হয়েছে খানাপিনা, ঘুরতে যাওয়া। ইদের দিনটি পুরোপুরিভাবে উপভোগ করতে সবাই নানারকম পরিকল্পনা তৈরি করে রেখেছেন। এদিন আসানসোলের মূর্গাসোলে ইদের নমাজ পাঠের ব্যবস্থা করা হয়। মূর্গাসোলের জিটি রোডে ইদের নামাজ পাঠের ব্যবস্থা করা হয়েছিল। যে কারণে বেশ কিছুক্ষণের জন্য জিটি রোডের ওপর দিয়ে যান চলাচল বন্ধ ছিল। যার ফলে শহরের বেশ কিছু রাস্তায় যানজট দেখা দেয় এদিন।
advertisement
অন্যদিকে, বহু প্রাচীন পানাগড়ের দানবাবা মেলা প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল ইদের নামাজ পাঠের। এই দিন বৃষ্টি উপেক্ষা করেই বহু মানুষ নামাজ পাঠ করার জন্য এই সমস্ত জায়গাগুলিতে জড়ো হন। আকাশ পরিষ্কার হওয়ার পর থেকেই বাড়ে ইদের আনন্দ। উৎসবের দিনে যেকোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, প্রশাসন সক্রিয় ছিল। বিভিন্ন জায়গায় ছিল পুলিশের নজরদারি।
Nayan Ghosh