বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর পাওয়া গিয়েছে, শুরুর দিকে প্রাথমিকভাবে তিন দিন নতুন রুটে চালানো হবে বিমান। উড়ান সংস্থা ইন্ডিগোর তরফ থেকে নতুন রুটে বিমান চালানো হবে। বিমানটি রাজস্থানের জয়পুর থেকে অণ্ডালের উদ্দেশ্যে পূরণ শুরু করবে।
আরও পড়ুন: ‘চোখে ঠুলি কানে তুলো…?’ তীব্র বিদ্রুপ বিমান বসুর! মনোনয়ের শেষ দিনে কমিশনের দরজায় বামেরা
advertisement
পথে পটনায় থামবে বিমানটি। সেখানে আধঘণ্টার বিরতির পরে আবার আসবে অণ্ডাল। একইভাবে কাজী নজরুল বিমানবন্দর থেকে বিমানটি যাত্রা শুরু করে প্রথমে থামবে পটনায়। তারপর সেই বিমানটি আবার পৌঁছে যাবে জয়পুর। বিমানটির জয়পুর থেকে অণ্ডাল পৌঁছতে সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা। যদিও পটনায় থাকবে আধঘণ্টা বিরতি। অন্যদিকে দুর্গাপুর থেকে জয়পুর ফেরার পথে বিমানটির সময় লাগবে ৩ ঘণ্টা ৫০ মিনিট যার মধ্যে পটনায় থাকবে আধ ঘণ্টার বিরতি।
বিমান বন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানটি যাত্রা শুরু করবে জয়পুর থেকে। ওইদিন বেলা ১২টা নাগাদ বিমানটি জয়পুর থেকে উড়ান শুরু করবে। পটনা পৌঁছবে ১ টা ৪০ মিনিটে। তারপর পটনায় ৩০ মিনিটের বিরতি নিয়ে বিমানটি সেখানে উড়বে ২ টা ১৫ মিনিটে।
অণ্ডালের কাজী নজরুল বিমানবন্দরে পৌঁছবে ৩ টে ৩০ মিনিট নাগাদ। আবার অণ্ডাল থেকে পটনার দিকে বিমানটি যাত্রা শুরু করবে বিকেল চারটের সময়। পটনা পৌঁছবে ৫ টা ২৫ মিনিটে। পটনা থেকে বিমানটি আবার জয়পুরের দিকে উড়ে যাবে ৫ টা ৫৫ মিনিট নাগাদ। সূচী অনুযায়ী বিমানটির সন্ধে ৭ টা বেজে ৫০ মিনিটে জয়পুর পৌঁছে যাওয়ার কথা।
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর পাওয়া গিয়েছে, প্রাথমিকভাবে বিমানটি তিন দিন এই রুটে চালানো হবে। মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার অন্ডাল – জয়পুরের মধ্যে পরিষেবা দেবে ইন্ডিগোর বিমানটি। পরবর্তী ক্ষেত্রে যাত্রীদের সংখ্যা বাড়লে, যাত্রীদের থেকে ভাল সাড়া পাওয়া গেলে, সপ্তাহের প্রতিদিনই উড়ান শুরু করার কথা।
নয়ন ঘোষ