এছাড়াও কৃষি ঋনের জন্য সরকার যে লোনের ব্যবস্থা করেছে, সেই লোন কিভাবে কৃষকরা পেতে পারেন, সেই বিষয়ে অনেক মানুষ সকাল থেকেই লাইন দিয়েছেন। তাদের সুবিধার জন্য কি কি করনীয় তা মাইকে প্রচার করা হচ্ছে।পঞ্চায়েত সমিতির সদস্য বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মানুষের সুবিধার্থে দুয়ারে সরকার ক্যাম্প করা হয়েছে। এতে যেমন মানুষের সুবিধা হচ্ছে, তেমনি সরকারি আধিকারিকদেরও কাজ করতে অনেকটাই সুবিধা হচ্ছে। এর আগে যে সমস্ত ক্যাম্প হয়েছে তাতে বেশিরভাগ কাজ হয়ে গিয়েছে। প্রায় ১০শতাংশ মানুষেরই কাগজপত্রের ত্রুটির জন্য তাদের আবেদন জমা দেওয়া হয় নি। এদিনের ক্যাম্পে সেই সমস্ত মানুষের আবেদন পত্র জমা হয়ে যাবে।স্বাভাবিক ভাবে সাধারণ মানুষ অনেকটাই খুশি। উল্লেখ্য, এদিন দুয়ারে সরকার ক্যাম্পে প্রয়াত তিনজন সংগীত শিল্পী সন্ধ্যা মুখার্জি, বাপ্পি লাহিড়ী ও লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সকলে।
advertisement