দুর্গাপুরঃ হয়ে গেল দিদিগিরি আনলিমিটেড। রিয়েল রিয়ালিটি শো এর মঞ্চে দিদিগিরি করলেন দুর্গাপুরের দিদিরা। তিন নম্বর পুরসভার দিদি তথা পুরমাতা ধৃতি ব্যানার্জি জালানের উদ্যোগে আয়োজিত হয়েছিল দিদিগিরি আনলিমিটেড। স্থানীয় মহিলাদের নিয়ে আয়োজন করা হয়েছিল রিয়েল এই রিয়ালিটি শোয়ের। যেখানে ভেলকি দেখালেন দুর্গাপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের স্থানীয় মহিলারা। এলাকার মহিলাদের নিয়ে দু'দিনব্যাপী দিদিগিরি আনলিমিটেড অন্তিম পর্যায়ের অনুষ্ঠান ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সম্পন্ন হয়েছে পুরস্কার বিতরণ। দুর্গাপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পৌরমাতা ধৃতি ব্যানার্জি জালানের উদ্যোগে দিদিগিরি আনলিমিটেড অনুষ্ঠিত হয় দুর্গাপুর শিল্পাঞ্চলের তানসেন সেন্ট্রাল পুজো ময়দানে। দ্বিতীয় দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ধৃতি ব্যানার্জি জালান সহ দুর্গাপুরের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভুঁই সহ অন্যান্যরা।কাউন্সিলর ধৃতী ব্যানার্জি জালান জানিয়েছেন, এলাকার মহিলাদের নিয়ে তিনি বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শোয়ের অনুষ্ঠানের আদলে দিদিগিরি আনলিমিটেড অনুষ্ঠানের উদ্যোগ নেন। প্রথম বছর এই অনুষ্ঠান করার জন্য এলাকার মানুষের কাছে অনেক সহযোগিতা পেয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, মানুষ এই অনুষ্ঠানের জন্য অনেক উৎসাহ দেখিয়েছেন এবং আগামী বছর ফের এই অনুষ্ঠান করার জন্য আবেদন জানিয়েছেন এলাকার মানুষ।এলাকাবাসীর আবেদনে আগামী বছরের এই অনুষ্ঠান করার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে স্বভাবতই খুশি দুর্গাপুরের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভুঁই। তিনি দুর্গাপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ধৃতি ব্যানার্জি জালানকে দিদিগিরি আনলিমিটেড অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এদিন অনুষ্ঠানে অংশগ্রহণকারী মহিলাদের নিয়ে নানান বিভাগের প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতার শেষে উত্তীর্ণ সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।