পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, তাঁকে যা যা প্রশ্ন করা হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিয়ে এসেছেন আদালতের কাছে। এ দিন কড়া পুলিশি নিরাপত্তার মাধ্যমে আদালতে এসেছিলেন বাপ্পা চট্টোপাধ্যায়। গোপন জবানবন্দি গ্রহণের পর পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে তাকে গাড়িতে চাপিয়ে দেওয়া হয়। তারপর বাড়ির পথে রওনা দিয়েছেন বাপ্পা চট্টোপাধ্যায়।
advertisement
আরও পড়ুনঃ ঝাঁ চকচকে বিশাল বাড়ি, কোটি টাকার জমি! CBI স্ক্যানারে অনুব্রতর ড্রাইভার আনারুল
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করেছে গরু পাচার মামলায়। তার বিরুদ্ধে সমস্ত বিচার প্রক্রিয়া চলছে আসানসোলের আদালত থেকে। সেই আদালতের বিচারক রাজেশ চট্টোপাধ্যায়কে একটি হুমকি চিঠি পাঠানো হয়। সেখানে অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়ার কথা উল্লেখ করা হয়l সেই চিঠিতেই বাপ্পা চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। এই হুমকি চিঠি প্রসঙ্গটি প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। চারিদিকে বিরোধীরা নানা রকম মন্তব্য করছেন। যদিও এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সেই ঘটনার তদন্তে নেমেই বাপ্পা চট্টোপাধ্যায়ের গোপন জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
তবে এ দিন গোপন জবানবন্দি দিয়ে বেরিয়ে আসার পথে বাপ্পা চট্টোপাধ্যায় দাবি করেছেন, তার স্বাক্ষর এবং স্ট্যাম্প নকল করা হয়েছে। পাশাপাশি তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
Nayan Ghosh