বিশেষ করে যে সমস্ত জায়গাগুলিতে জন সমাগম হওয়ার আশঙ্কা বেশি রয়েছে, সেখানে বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে, এবং প্রয়োজনের সময় তৎক্ষণাৎ মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে পুলিশ মহলে এই বিশেষ তৎপরতা। ৩১ ডিসেম্বর ও পয়লা জানুয়ারি আনন্দ উৎসবে মেতে উঠছেন আপামর মানুষ। এমতাবস্থায় আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন শপিং মল গুলিতে প্রচুর মানুষের সমাগম হতে পারে বলে অনুমান করছেন পুলিশ কর্তারা। একই অবস্থা দুর্গাপুরের শপিং মল গুলিতেও।
advertisement
সেজন্য বর্ষবরণের রাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে করা হয়েছে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা। পাশাপাশি এদিন বিকালে শপিংমলের নিরাপত্তা রক্ষীদের নিয়ে শপিং মলগুলিতে ঘুরেছেন পুলিশ কর্তারা। পাশপাশি নিরাপত্তা রক্ষীদের কি কি করণীয়, তা নিয়ে প্রশিক্ষন দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এদিন বিকালে আসানসোলের একটি বেসরকারি শপিংমলে নিরাপত্তা রক্ষীদের সাথে পুলিশকে এই আলোচনা করতে দেখা গিয়েছে। এসিপি পদমর্যাদা আধিকারিক - এর উপস্থিতিতে এই সচেতনতা মূলক প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানা গিয়েছে।
Nayan Ghosh