প্রসঙ্গত, সিবিআই এর মাঝে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ইডি। কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থাটি বীরভূমের দাপুটে তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। যদিও তার বিরুদ্ধে দিল্লির উচ্চ আদালতে আবেদন জানিয়েছেন অনুব্রত আইনজীবীরা। আর সেজন্যই এদিন সিবিআই এর বিশেষ আদালতে জামিনের আবেদন করা হয়নি বলে খবর।
advertisement
আরও পড়ুন: শুভেন্দুকে নিজের ঘরে ডাক মুখ্যমন্ত্রীর! গেলেন, তবে চমকও দিলেন বিরোধী দলনেতা!
তবে আইনজ্ঞদের অনেকেই মনে করছেন, দিল্লির উচ্চ আদালতের রায়ের উপর নির্ভর করছে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার ভাগ্য। তবে উচ্চ আদালতের রায় যদি অনুব্রত মণ্ডলের পক্ষে না যায়, তাহলে দাপুটে এই তৃণমূল নেতার দিল্লি যাত্রার সম্ভাবনা অনেকটাই বেশি বলে মনে করছেন তারা।
আরও পড়ুন: বহরমপুরে মহুয়া মৈত্র, নেত্রীকে কাছে পেয়েই ভয়ঙ্কর অভিযোগ নিহত তৃণমূল নেতার স্ত্রীর!
তবে এসবের আমল না দিয়ে, দল অন্ত প্রাণ অনুব্রত মণ্ডল এদিন দলের কর্মী সমর্থকদের সঙ্গে বেশ কিছুটা রাজনৈতিক আলোচনা চালিয়েছেন। জেলার সংগঠন সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন তিনি। বর্তমানে যারা রয়েছেন, তাদেরকে দল, সংগঠন ঠিকঠাক ভাবে চালানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বিরোধী দল বিজেপিকে চাপে রাখতে, বিভিন্ন জায়গায় বিজেপির পাল্টা সভা করার পরামর্শও তিনি দিয়েছেন বলে জানা গিয়েছে।
----Nayan Ghosh





