পরদিন সকাল থেকে শুরু হয় খোঁজাখুঁজি। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর আশরাফ মালিতের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হন জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং। তিনি দীর্ঘক্ষণ এই উদ্ধার কার্যের তদারকি চালান। জানা গিয়েছে, বছর আঠাশ - এর আশরাফ মালিত সন্ধ্যা বেলায় গরু খুঁজতে বের হন। কিন্তু সে সময় তখন কোনও ভাবে তিনি পা পিছলে পরিত্যক্ত চানকে পড়ে যান।
advertisement
উদ্ধারকারীদের অনুমান, পা পিছলে পড়ে যাওয়া মাত্রই চাণকের গভীর জলে তলিয়ে যান তিনি। পরে উদ্ধারকারীদের দল সেই দেহটি উদ্ধার করেছে দীর্ঘ প্রচেষ্টার পরে। এই ঘটনায় ইসিএল এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, পরিত্যক্ত চানক এইভাবে ফেলে রাখার ফলে দুর্ঘটনা হচ্ছে। পাশাপাশি গ্রামের অন্যান্য বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত। পরিত্যক্ত চানকটি বন্ধ না করলে আগামী দিনে আবার দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
Nayan Ghosh