আধুনিকতা ও নতুনত্বের থিম নিয়ে প্রতিবছরই সুদর্শনপুর সর্বজনীন এই পুজো নতুন কিছু উপহার দেয় শহরবাসীকে। এ বারও রায়গঞ্জ শহরবাসীকে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির উপহার দিচ্ছে তাঁরা। তাঁদের বিশেষ আকর্ষণ থাইল্যান্ডের ওয়াট রং কুন (Wat Rong Khun) যেটা থাইল্যান্ডের হোয়াইট টেম্পল নামেও পরিচিত। ওয়াট রং এই বিশ্ব বিখ্যাত মন্দিরের আদলে এ বার নির্মাণ হচ্ছে রায়গঞ্জের সুদর্শনপুরের দুর্গা পুজোর প্যান্ডেল।
advertisement
এই দুর্গা পুজো কমিটির সদস্য অভিষেক কুমার ঘোষ জানান ‘‘প্রতিবছরই আমরা এই পুজোয় কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া দেওয়ার চেষ্টা করি।থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর বৌদ্ধ মন্দির হল ওয়াট রং। এ বার আমাদের থিম হিসেবে বেছে নিয়েছি এই মন্দিরটিকে।এবারে এই পুজো ৭৪ বছরে পা রাখছে।এ বার মোট বাজেট ৫০ লক্ষ টাকা। জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। থাইল্যান্ডের এই বৌদ্ধ মন্দির এবার যে রায়গঞ্জবাসীর মন কাড়বে পুজোয়, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।





