মাছ ধরতে গিয়ে জালে উঠে এসেছে পঞ্চায়েতের ব্যালটপেপার বন্দী বাক্স৷ উত্তর দিনাজপুরের ডালখোলে মাছ ধরতে গিয়ে পুকুর থেকে উদ্ধার হল ব্যালট-সহ বাক্স।করনদিঘি বিধানসভার ডালখোলা থানার ২৫ নং বুথে শুক্রবার এই ঘটনাটি ঘটেছে৷ ব্যালট বাক্স উদ্ধারের পরেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷
আরও পড়ুন: জেনে নিন জনপ্রিয় হাজারবিবি ধানের বীজতলা তৈরি, বপন ও চারা রোপণের পদ্ধতি
advertisement
যদিও প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি। ২৮ জুলাই দুপুর সাড়ে বারোটা নাগাদ ডালখোলা থানার আন্ধেরিয়া এলাকার এবং করণদিঘি বিধানসভা এলাকার জোলামারি ও যাদবপুর গ্রামের মধ্যবর্তী জলাশয় থেকে একটি ব্যালট বক্সটি পাওয়া গিয়েছে৷ বাক্সে লেখা আছে KDI 25 no Booth। স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে তাদের জালে উঠে।
advertisement
মুক্তা সরকার
Location :
Kolkata,West Bengal
First Published :
July 29, 2023 1:48 PM IST