আরও পড়ুন: দেড় মাসে ৪০০ ডেঙ্গি আক্রান্ত! উদ্বেগজনক পরিস্থিতি ডায়মন্ডহারবারে
টানা বৃষ্টির ফলে প্রতিমা শুকোতে ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়ছেন উত্তর দিনাজপুরের প্রতিমা শিল্পীরা। কীভাবে সময়ের মধ্যে কাজ শেষ করবেন তা ভেবে উঠতে পারছেন না কেউ। বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মৃৎশিল্পী বিভূতি পাল বলেন, অন্যান্য বারে এই সময়ে প্রতিমা রঙের কাজ শুরু হয়ে যায়। কিন্তু এবার বৃষ্টির জন্য রং তো দুরস্ত, ভাল করে প্রতিমা শুকনো করাই সম্ভব হয়নি।
advertisement
গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে মূর্তি তৈরির পরে তা শুকোতে দেরি হচ্ছে। ফলে বড় বড় স্ট্যান্ড ফ্যান চালিয়ে মাটির প্রতিমা শুকোতে হচ্ছে। এর জন্য কৃষকদের খরচ বাড়ছে অনেকটাই। সেইসঙ্গে গোটা কাজটাই এগোচ্ছে অত্যন্ত ধীর গতিতে। এইভাবে টানা বৃষ্টি চললে প্রতিমা সময় মত ডেলিভারি দিতে সমস্যায় পড়তে হবে মৃৎশিল্পীদের।
পিয়া গুপ্তা