প্রসঙ্গত, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের শ্রী কলোনির দাশমুন্সি পরিবারের দুর্গাপুজো একটা সময় গরিব দুঃস্থ থেকে শুরু করে ছোট বড় নেতা-নেত্রী থেকে ভিআইপি সকলের কাছে প্রাণের পুজো ছিল ‘প্রিয়দা’র বাড়ির দুর্গা পুজো হিসেবে।কিন্তু এখন সব কিছুই স্মৃতি।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০১৭ সালের ২০ নভেম্বর প্রয়াত হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সি।তার পর থেকেই স্ত্রী দীপা দাশমুন্সি ছেলে মিছিলকে নিয়ে দিল্লিতেই থাকেন। পুজো বন্ধ হয়ে গিয়েছে এই বাড়িতে। দাশমুন্সি পরিবারের প্রাচীন পুজো আজ যেন শুধুই স্মৃতি হয়ে রয়েছে কালিয়াগঞ্জের সাধারণ মানুষের কাছে।
advertisement
এই পুজোকে ঘিরে একরাশ আবেগ নিয়ে শ্রীকলোনির বাসিন্দা অশোক কুমার দে জানান ‘‘পুজোর কয়েকটা দিন গমগম করা দাশমুন্সি বাড়িতে আজ নিস্তব্ধতা। একসময় আলোয় ভরা পুজো মণ্ডপে দেবীর সামনে ঢাক বাজানো থেকে শুরু করে স্ত্রী দীপাকে সঙ্গে নিয়ে ধুনুচি হাতে আরতি করতেও দেখা গিয়েছিল প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সিকে। নিজের হাতে হাজার হাজার দুঃস্থ বাসিন্দাদের বস্ত্র বিতরণ কিংবা নবমীর দুপুরে দীপা দাশমুন্সির নিজের হাতে খিচুড়ি বিতরণ এসব আজ অতীতের স্মৃতিমাত্র।’’ তাই পুজো এলে আজও মন ভারাক্রান্ত হয়ে ওঠে শ্রীকলোনির বাসিন্দাদের।





