উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিননগর এর বাসিন্দা কমলেশ বাবু তার তিন তলা বাড়ির সম্পূর্ণটাই বানিয়েছেন ছাদ বাগান। ফুল গাছের পাশাপাশি তার সেই ছাদ বাগানে রয়েছে ঔষধি বিভিন্ন ধরনের ফল ও সবজির গাছ। প্রায় ২০০০ এরও বেশি প্রজাতির গাছ তার সেই ছাদ বাগানে রয়েছে। এই গাছগুলি যত্ন ও পরিচর্যা সম্পূর্ণটাই করেন কমলেশ বাবু নিজের হাতে।
advertisement
আরও পড়ুনঃ দরিদ্র গর্ভবতী মহিলারা পাচ্ছেননা টাকা! ফিল্ডে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার আশা কর্মীরা
কমলেশ বাবুর একটাই লক্ষ্য যানবাহনের ধোঁয়া, ধুলো আর কল-কারখানার দূষণে ভরা শহরকে সবুজের আচ্ছাদন দেওয়া। কমলেশ বাবু জানান, কৃষক পরিবারে জন্ম তাঁর। তাই ছোট থেকেই গাছের প্রতি ভালোবাসা। তবে কাজের সূত্রে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হওয়ায় সেই ভাবে গাছ লাগাতে পারেননি তখন।
তবে চাকরি জীবনে সেই ভাবে গাছ লাগানো সম্ভব না হলেও চাকরি থেকে অবসর পাওয়ার পর কমলেশ বাবুর জীবনে একমাত্র কাজ বিভিন্ন ধরনের গাছ কেনা ও তাকে বড় করে তোলা। কমলেশ বাবু বহু জায়গায় সেই গাছগুলো বিনামূল্যে দান করেন। তাছাড়া দূর-দূরান্তের মানুষকে পার্সেল করেও তিনি গাছের চারা ও বীজ পাঠান।
পিয়া গুপ্তা