TRENDING:

যে ৬টি কারণে রোজ ধূমপান করা উচিত

Last Updated:

সিগারেট খাওয়াটা কোনও বড় ব্যাপারই নয় ৷ সিগারেট খেলে কী কী ক্ষতি হতে পারে অনেক শুনেছেন ৷ এবার দেখে নিন, সিগারেট খেলে কী কী লাভ হতে পারে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #কলকাতা: সিগারেট খাওয়াটা কোনও বড় ব্যাপারই নয় ৷ সিগারেট খেলে কী কী ক্ষতি হতে পারে অনেক শুনেছেন ৷ এবার দেখে নিন, সিগারেট খেলে কী কী লাভ হতে পারে ৷
advertisement

ভারতের জনবিস্ফোরণকে নিয়ন্ত্রণ করতে ধূমপানের জুড়ি নেই ৷ নিয়মিত সিগারেট খেলে খুব তাড়াতাড়ি আপনি সন্তান উৎপাদনে অক্ষম হয়ে পড়বেন ৷ এমনকী, কিছু কিছু রিসার্চে প্রমাণিত বেশি ধূমপান করলে মিলনে উৎসাহও কমে যায় ৷ অতএব সমস্যার সমাধান ৷ রোজ দিনে এক প্যাকেট সিগারেট শেষ করতে পারলেই বাড়িতে আর আধো আধো গলার আবদার শুনতে হবে না ৷ উফ বাবা-মা হওয়ার বিশাল দায়িত্বভার থেকে মুক্তি ৷ অতএব চালিয়ে যান ধূমপান ৷

advertisement

ব্যাঙ্কে আপনার প্রচুর টাকা জমে গিয়েছে কী? খরচ করার জায়গা পাচ্ছেন না? এদিকে আয়করের কথা ভেবে রাতের ঘুম উড়ে যাচ্ছে? তাহলে আপনার সমস্যার একটাই সমাধান ৷ সিগারেট খাওয়ার নেশাকে আপন করে নিন ৷ কখন আপনার পকেটের অতিরিক্ত ভার হাল্কা হয়ে যাবে, টেরই পাবেন না ৷ প্রথমে সিগারেট কিনতে খরচ হয়ে যাবে, পরে সিগারেট খাওয়ার জন্য যা যা রোগ হবে সেই রোগ সারাতে পকেট গড়ের মাঠ হয়ে যাবে ৷

advertisement

রোজ ধূমপান করলে খুব তাড়াতাড়ি আপনি আপনার সন্তানদের দাদু-দিদার অভাব পূরণ করতে পারবেন ৷ কারণ- লাগাতার স্মোকিং করতে থাকলে খুব তাড়াতাড়ি ত্বকে ভাঁজ পড়ে এবং বয়স্ক দেখায় ৷ তখন ছেলে মেয়ের বন্ধু-বান্ধবরা আপনাকে দেখে কাকুর বদলে দাদু ডাকলে অবাক হবেন না কিন্তু ৷

advertisement

নতুন ফ্যাশনের উদ্ভাবন করতে পারেন ৷ দাঁতে ট্যাটু ৷ অথবা নতুন প্রিয় বন্ধুও জুটতে পারে ৷ আপনার দাঁতের ডাক্তার ৷ নিয়মিত সিগারেট, গুটখা খেলে দাঁতে তাঁর প্রভাব পড়ে ৷ বাদামী ছোপ ছোপ দাগগুলিকে দাঁতের ট্যাটু করেছেন বলেও চালাতে পারেন ৷ রোজ রোজ সিগারেট খেলে বা গুটখা চিবোলে আপনার দাঁতের নতুন ট্যাটুর ডিজাইন সপ্তাহে সপ্তাহে পরিবর্তিত হবে ৷ এটা পছন্দ না হলে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে নিয়মিত পরিষ্কার করিয়ে নিতে পারেন ৷ মাসে একবার করে হাজিরা দিলে তিনি আপনার বন্ধু হতে বাধ্য ৷ অতএব চালিয়ে যান সিগারেট ও গুটখা সেবন ৷

advertisement

অমরেশ পুরীর বা অনুপম খেরের ফ্যান হলে কিছুদিনের মধ্যেই আপনি ওদের পারফেক্ট লুক-এ্যা-লাইক হতে চলেছেন ৷ না, এই পরিমাণে সিগারেট খেলে কিছুদিনের মধ্যেই ক্যান্সার৷ তারপর সেরে ওঠার জন্য কেমোথেরাপি নিলেই মাথার খেত ফাঁকা ৷ টাকলা মাথায় জেল মেরে একদম পারফেক্ট অগ্নিপথ-এর কাঞ্চারূপী সঞ্জয় দত্ত ৷ একটু বৈচিত্র্য চাইলে ফ্রেঞ্চকাট দাড়ি রাখুন তাহলে বেশ স্টাইলিশ লুক আসবে ৷

উফ সংসারের জন্য খাটতে খাটতে জীবনটা নাজেহাল ৷ একটুও বিশ্রামের সুযোগ নেই ৷ বন্ধু-বান্ধব, আত্মীয়রা কেউ একটু খবরও নেয় না ৷ এরকম সমস্যা আপনার জীবনে হলে ফাটিয়ে সিগারেট, গুটখা খান ৷ কিছু দিনের মধ্যেই ক্যান্সার না হলেও নিদেন পক্ষে শ্বাসকষ্ট, মুখের ঘা, গলায় ঘা এই সব সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হবেনই ৷ তখন ফুল নিয়ে ভিজিটিং আওয়ারে কেবিনের বাইরে ভিড় জমাবেন আপনার আত্মীয় বন্ধুরা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এত কিছু পড়ার পরও কিছু বুঝতে না পারলে আপনাকে আমাদের আর কিছুই বলার নেই ৷ আর যদি বুঝতে পারেন, তাহলে এটাই সময় ৷ সিগারেট, গুটখা খাওয়া ছাড়ুন ৷ ওগুলো খাওয়ার মতো কোনও জিনিস নয় ৷

বাংলা খবর/ খবর/Uncategorized/
যে ৬টি কারণে রোজ ধূমপান করা উচিত