উত্তরাখণ্ডে হরিশ রাওয়াত সরকার টিকে থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তো রয়েছে। বুধবার নৈনিতাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে আরও বিপাকে হরিশ রাওয়াত। মঙ্গলবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল ৩১ মার্চ উত্তরাখণ্ড বিধানসভায় আস্থা ভোট করাতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার বিজেপি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। কিন্তু আদালতে হরিশ রাওয়াত সরকার ব্যাখ্যা দিতে পারেনি কেন ৩৫৬ ও ৩৫৬(এ) ধারা উত্তরাখণ্ডে প্রয়োগ হবে না। এরপরই ডিভিশন বেঞ্চ ৷ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস।
advertisement
Location :
First Published :
Mar 30, 2016 7:13 PM IST
