পঞ্চম দফার ভোটযুদ্ধ নির্বিঘ্নে সম্পন্ন করতে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। তা সত্ত্বেও তিন জেলার নির্বাচনী এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তি খবর পাওয়া গিয়েছে ৷ বিকেল চারটে অবধি পাওয়া খবর অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে তিনটি জেলা থেকে ২০০০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে ৷
নির্বাচন কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও গুরুতর অভিযোগ নেই ৷ বেশিরভাগ অভিযোগই ভিত্তিহীন বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷ এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগণা থেকেই সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে ৷ সেই তুলনায় কলকাতায় থেকে পাওয়া অভিযোগের সংখ্যা অনেক কম ৷
advertisement
ভোটে গন্ডগোলের অভিযোগে এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এর মধ্যে ওয়াটগঞ্জ থেকে ধৃত ২ জন, গার্ডেনরিচ থেকে ধরা পড়লেন ৩ জন, মেটিয়াব্রুজ থেকে ৭, হরিদেবপুর থেকে তিন জন, রাজাবাগান ও বেহালা থেকে একজন অভিযুক্ত ধরা পড়েছে ৷