মওত, মানি অউর ধোঁকা, সিন্ডিকেটরাজ চলছে বাংলায়, কটাক্ষ মোদীর
নারদ হুলের পর ভাঙল উড়ালপুল! একটায় পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা নেওয়া, অন্যটায় সিন্ডিকেটের জুলুম। দুর্নীতির ছায়া যখন শাসক দলের ঘাড়ে চেপে বসেছে, তখন বাংলায় প্রচারে এসে দিদিকে ‘হামেশা’-র জন্য ঘরে ঢুকিয়ে দেওয়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল নেত্রীকে তীব্র খোঁচা দিয়ে বললেন, দুর্নীতির সঙ্গে ‘অ্যাডজাস্ট করে নিয়েছেন দিদি’! মোদীর দাবি, ‘‘উড়ালপুল ভেঙে ভগবান বঙ্গবাসীর জন্য বার্তা দিয়েছেন। বোঝাতে চেয়েছেন, আজ পুল ভেঙেছে, কাল রাজ্য ভেঙে পড়বে!’’
advertisement
অনিশ্চিত এনআইএ-র সফর, পাক দূতের গোলায় বেকায়দায় দিল্লি
পঠানকোট হামলার তদন্তে ভারতীয় গোয়েন্দাদের পাকিস্তান যাত্রা যে অনিশ্চিত, তা স্পষ্ট করে দিলেন সে দেশের হাইকমিশনার। দু’দেশের আলোচনা প্রক্রিয়া আপাতত ঠান্ডা ঘরে চলে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি। ফলে ঘরে-বাইরে প্রবল বিড়ম্বনায় পড়ল নরেন্দ্র মোদী সরকার। আজ সারা দিন ধরেই টানটান ছিল ভারত-পাক কূটনীতির চিত্রনাট্য। বিকেল চারটেয় সাংবাদিক বৈঠক করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ‘‘আপনাদের খেয়াল রাখা উচিত ভারত এই প্রথম পাকিস্তানের কাছ থেকে সন্ত্রাস বিষয়ে সহযোগিতা পেল। পঠানকোট তদন্তের জন্য ইসলামাবাদ যৌথ তদন্তকারী দল পাঠিয়েছিল।’’ পাক গোয়েন্দাদের ভারতে আসতে দেওয়া নিয়ে আগেও সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। জবাবে তারা জানিয়েছে, এর পরে এনআইএ-র দল তদন্ত করতে পাকিস্তানে যাবে। ইসলামাবাদ সেই সফরের অনুমতি দিয়েও দিয়েছে।
ঘাসফুলের গড়ে হুঙ্কার সেলিমের
কোথাও পাঁচ, কোথাও ছয়! হড়কা বানের মতো সিপিএমের মিছিলে, সভায় লোক ঢুকছে। ঘাসফুলের গড়ে কোথা থেকে এত লোক ভিড়ছে লাল পতাকার মিছিলে? বৃহস্পতিবার বিরোধী জোটের সিপিএম প্রার্থী মাহফুজুল করিম ও শ্যামলী প্রধানের সমর্থনে লাভপুরে ও নানুরে মহম্মদ সেলিমের জনসভার পর এমন প্রশ্নই ঘুরছে জেলা তৃণমূলের অন্দরে অন্দরে।
কোহালির ‘উইনিং স্ট্রোকে’ কি বরফ গলল
ক্রিকেট মাঠে ধুন্ধুমার ফর্মের দাপটে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজস্ব শিলমোহর লাগিয়ে দিয়েছিলেন। এ বার মাঠের বাইরেও ফর্মে ফিরলেন বিরাট কোহালি! অনুষ্কা শর্মার হৃদয়ে কামব্যাক করে! অন্তত তেমনই শোরগোল পড়েছে বুধবার রাতে অনুষ্কা আর বিরাট একান্তে বান্দ্রার এক নামী রেস্তোরাঁয় ডিনার সারার পর।
মোদি-মমতার সভায় তপ্ত ভোটপ্রচার
দুর্নীতির বিরুদ্ধে লড়াই আর সুশাসনের বার্তা দিয়ে রাজ্য বিধানসভা ভোটের প্রচারে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ঝটিকা সফর সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সারদা থেকে নারদ, হালের উড়ালপুল বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন নিশানা করলেন, তেমনই বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধেও সমানভাবে আক্রমণে মোদি। উত্তরবঙ্গের মাদারিহাটের বীরপাড়ায় এদিন তাঁর সভায় একদিকে যেমন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং হাজির ছিলেন, তেমনই আদিবাসী বিকাশ পরিষদের জন বারলো এবং গ্রেটার কোচবিহারের সমর্থকরা তাঁদের পতাকা নিয়ে এই সভায় যোগ দিয়েছিলেন। যার সুবাদে পাহাড়-তরাইয়ের রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা মোদির হাত ধরেই হল বলে রাজনৈতিক মহলের ধারণা।
জোট নয় সমঝোতা, রাহুলের সভায় আমি যাব না: ইয়েচুরি
ভোটপর্বের মাঝখানেই বাংলার কমরেডদের অস্বস্তি কয়েকগুণ বাড়িয়ে দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সেই সঙ্গে জানিয়ে দিলেন, বাংলায় কংগ্রেস ও বামেদের কোনও জোটই হয়নি। নিচুতলার চাপে আসন সমঝোতা হয়েছে মাত্র। তিনি আরও বলেন, রাহুল গান্ধীর জনসভায় তাঁর যাওয়ার কোনও প্রশ্নই নেই। বৃহস্পতিবার শিলিগুড়িতে দার্জিলিং জেলা সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিচ্ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক। ইয়েচুরি সাফ জানান, রাহুল গান্ধীর জনসভায় আমার থাকার প্রশ্নই নেই। আমি এখানে এসেছি, সভাও করেছি। সেখানেও কংগ্রেসের কোনও নেতৃত্বকে ডাকা হয়নি।
‘যারা দাঙ্গা করে, তাদের একটিও ভোট নয়’
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূল নেত্রীকে তোপ দাগলেও মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্যও তাঁর নাম মুখে না এনে পালটা আক্রমণ করে বলেন, যারা দাঙ্গাবাজ, ভোটপাখি, তাদের একটাও ভোট দেবেন না। আবার, এদিন আসানসোল শিল্পাঞ্চল এবং খড়্গপুরে সভা করে সিপিএম এবং কংগ্রেসের জোটকেও তীব্র আক্রমণ করেন মমতা। বলেন, যারা জোটের স্বপ্ন দেখছে তারা ভোটের পর লন্ডন আমেরিকা পালিয়ে যাবে। আমরা অনেক সৌজন্য দেখিয়েছি, এবার কুৎসার জবাব নেব ইঞ্চিতে ইঞ্চিতে। ওরা সব এক হয়েছে। আর আমি একা চলব। বাঘের বাচ্চার মতো লড়াই করব।
আইআইটি’তে পড়ার খরচ একলাফে দ্বিগুণেরও বেশি হচ্ছে
আগামী শিক্ষাবর্ষ থেকে আইআইটি’তে পড়ার খরচ দ্বিগুণেরও বেশি হচ্ছে। বর্তমানে বার্ষিক টিউশন ফি ৯০ হাজার টাকা রয়েছে। এবার তা বেড়ে হচ্ছে ২ লক্ষ টাকা। সেই হিসেবে চার বছরে আইআইটিতে পড়ার খরচ (টিউশন ফি) তিন লক্ষ ৬০ হাজার থেকে এক ধাক্কায় বেড়ে হচ্ছে আট লাখ টাকা। বৃহস্পতিবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের এক শীর্ষ সূত্র একথা জানিয়েছে। আইটিটি’র টিউশন ফি ৯০ হাজার থেকে বাড়িয়ে বছরে ৩ লক্ষ করার প্রস্তাব দিয়েছিল সংশ্লিষ্ট প্যানেল। কিন্তু মন্ত্রক সেই প্রস্তাব মতো না এগিয়ে বছরে ২ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।
এনআইএ অফিসার খুনে ধৃত আত্মীয়, জেরায় অপরাধ কবুল
নিহত এনআইএ অফিসার তানজিল আহমেদের হত্যাকারীর সন্ধান পেল পুলিশ ৷ গোয়েন্দাদের দাবি, জেরায় নিজের অপরাধ কবুল করেছে তানজিলের আত্মীয় রেহান মহম্মদ ৷ জানা গিয়েছে, পারিবারিক বচসার জেরেই ওই অফিসার খুন হন ৷
রাহুলের সঙ্গে মঞ্চ ভাগ নয়: সীতারাম
সূর্যকান্ত মিশ্র ও মানস ভুঁইয়া যতই কোলাকুলি করুন, কংগ্রেসের সঙ্গে মধুচন্দ্রিমা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না সীতারাম ইয়েচুরিরা ৷
ভিড়ে মাতাল স্টেডিয়াম ত্রাতা মোদিই
শেষমেশ ভিড় সামলালেন নরেন্দ্র মোদিই ৷ প্রায় ৪৩ ডিগ্রির রুক্ষ দুপুরে মোদির মান রাখল আসানসোল ৷