TRENDING:

কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ বৃহস্পতিবারের  গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
advertisement

স্বাধীনতা যোদ্ধার তকমা বুরহানকে

সন্ত্রাস প্রশ্নে যথেষ্ট কোণঠাসা। কিন্তু রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা করতে উঠে পাক প্রধানমন্ত্রী দেখাতে চাইলেন, তিনি পিছু হঠার পাত্র নন। আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীরের বিক্ষোভ আন্দোলন এবং ভারতের তরফে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলার জন্য দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন নওয়াজ শরিফ। কিন্তু মাঝে উরির ঘটনা খানিক বেসামাল করে দিয়েছে তাঁকে। ভারত তো চাপ বাড়িয়েছেই। সরব হয়েছে বিভিন্ন দেশও। সন্ত্রাসের আঁতুড়ঘর হিসেবে পাকিস্তানকে চিহ্নিত করে উঠেছে সমালোচনার ঝড়। বুধবার রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে ভারতকে আক্রমণের অস্ত্রেই সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চালালেন শরিফ।

advertisement

গাফিলতি ছিল, মানছেন প্রতিরক্ষা মন্ত্রী

উরির সেনাছাউনির নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির কথা মেনে নিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর। দিল্লিতে আজ একটি অনুষ্ঠানে উরি প্রসঙ্গে বললেন, ‘‘কোথাও তো ভুল-ত্রুটি ছিল। আমি এ নিয়ে বিশদে কিছু বলতে চাই না। কারণ এটি সংবেদনশীল বিষয়।’’ তাঁর ব্যাখ্যা, ‘‘যখন কোনও কিছুতে ভুল হয়, তখন সকলেরই লক্ষ্য থাকে যাতে সেটা দ্বিতীয় বার না হয়। কোথায় ভুল হয়েছে, তা প্রথমে খুঁজে বের করব। তার পর প্রয়োজনীয় পদক্ষেপ করব যাতে এর পুনরাবৃত্তি না হয়।’’

advertisement

সেঞ্চুরির মুখেই ইতি রেলের ভিন্ন সংসারে

সেঞ্চুরি হল না। আট বছর আগেই ইতিহাসের পাতায় চলে গেল রেল বাজেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সিদ্ধান্ত নিল, ছেদ টানা হবে ৯২ বছরের প্রথায়। সামনের বছর থেকে আর রেল বাজেট পেশ হবে না। সাধারণ বাজেটেই ঘোষণা হবে রেলের প্রকল্প ও আয়-ব্যয়ের খতিয়ান। সাধারণ বাজেটে পরিকল্পনা ও পরিকল্পনা-বহির্ভূত খাতও আর আলাদা করে দেখানো হবে না। এখনকার নিয়মে বাজেট রূপায়ণ হতে সেপ্টেম্বর গড়িয়ে যায়। সেটিকে মার্চের মধ্যে বেঁধে রাখতে সরকার চাইছে ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে। এর জন্য সংসদের বাজেট অধিবেশনও এগিয়ে এনে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু করতে হবে। উত্তরপ্রদেশ, পঞ্জাবের মতো রাজ্যে নির্বাচনের কথা মাথায় রেখে সকলের সঙ্গে আলোচনা করেই অবশ্য চূড়ান্ত দিনক্ষণ স্থির করতে চাইছে কেন্দ্র।

advertisement

রাতারাতি পাল্টে গেল মোদীর ঠিকানা

সকালে বাড়ি থেকে অফিসে গিয়েছিলেন। রাতে ফিরে দেখেন বাড়ির ঠিকানাটাই বদলে গিয়েছে। এমন ঘটনা যদি খোদ দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে হয়! গল্প নয়, সত্যি। দিনভর দফতরে বৈঠকের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যখন নিজের বাসভবনে ফিরলেন, তত ক্ষণে তাঁর ঠিকানা বদল হয়ে গিয়েছে। রেসকোর্স রোডের নাম হয়ে গিয়েছে লোক কল্যাণ মার্গ।

advertisement

সন্ত্রাসবাদে মদতদাতা পাকিস্তানই, বিল পেশ মার্কিন সংসদে, কোণঠাসা শরিফ

উরি হামলার পরই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, পাকিস্তান একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র। এবার নওয়াজ শরিফকে চরম বিপাকে ফেলে পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদতদাতা রাষ্ট্র হিসাবে ঘোষণার দাবি উঠেছে খোদ আমেরিকার অন্দরেই। এবং অন্য কোথাও নয়, মার্কিন কংগ্রেসেই বিল পেশ করা হয়েছে পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদতদাতা হিসাবে ঘোষণার সুপারিশ করে। দুই মার্কিন সংসদ সদস্য টেড পো এবং ডানা রোরাবাকারের আনা ওই বিলকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন আরও অনেক সদস্যই। টেড পো সন্ত্রাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ মার্কিন হাউজ সাবকমিটির চেয়ারম্যান। অন্যজনও অপর একটি হাউজ সাবকমিটির প্রধান। মার্কিন কংগ্রেস আর সামান্য সময়ই বেঁচে আছে। তবে এর মধ্যেই কিছু বিল পাশ করানো হবে।

রেল বাজেট উঠে গেল, অবলুপ্ত হবে বহু পদ

প্রথম এবং শেষ একজন মহিলা রেলমন্ত্রী হিসাবেই কি রয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, যিনি পৃথক রেলবাজেট পেশ করেছেন। আগামীদিনে মহিলা রেলমন্ত্রী হয়তো কেউ হবেন, কিন্তু আপাতত যে নয়া প্রথা চালু হল তাতে পুরুষ কিংবা মহিলা, কোনও রেলমন্ত্রীই আর রেলবাজেট পেশ করবেন না। অন্তত সেরকমই নতুন ব্যবস্থা চালুর পক্ষে মত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। নয়া ব্যবস্থায় আগামী বছর থেকে পৃথক রেলবাজেট পেশ করার দীর্ঘদিনের প্রথাই বন্ধ হয়ে যাচ্ছে। ৯২ বছরের পুরনো ঐতিহ্যের সমাপ্তি ঘটছে। ১৯২৪ সালে ব্রিটিশ সরকার রেলের আর্থিক নীতিকে প্রশাসনিক বাজেট থেকে পৃথক করে আলাদা রেলবাজেটের প্রচলন করেছিল। ১০ সদস্যের অ্যাকওয়ার্থ কমিটি ওই সুপারিশ করেছিল। আর তার ৯২ বছর পর ঠিক সেভাবেই রেলের আর একটি উচ্চ পর্যায়ের কমিটি এই বছর সুপারিশ করে পৃথক রেলবাজেট আর দরকার নেই।

বারবার ফিরে আসতে চাই এ শহরে: অমিতাভ

কলকাতার প্রতি তাঁর ভালোবাসা যে এখনও অটুট, তা ফের বুঝিয়ে দিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। নিজের ছবি ‘পিঙ্ক’-এর প্রচারে এসে বুধবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন বিগ-বি। খুবই হালকা মেজাজে ছিলেন। পরনে ছিল সাদা পাজামা-পাঞ্জাবি ও চেক জওহর কোট। কলকাতায় মুগ্ধ অমিতাভ বলেন, আমি এই শহরে আরও কাজ করতে চাই। বারবার আসতে চাই এখানে। আমার কর্মজীবনের শুরুই হয়েছিল কলকাতায়। বহু দিন এখানে ছিলাম।

এক ক্লিকেই মিলবে বেদ, পুরাণ, উপনিষদ, প্রাচীন পাণ্ডুলিপি

এবার মাউসের ক্লিকেই বেদ-পুরাণ-উপনিষদ। সঙ্গে দুষ্প্রাপ্য কিছু পাণ্ডুলিপি, বইও। শুধু বছরখানেকের অপেক্ষা। সংস্কৃত কলেজ-বিশ্ববিদ্যালয় তাদের বহু প্রাচীন পুস্তক সম্ভারকে ই-লাইব্রেরিতে ঠাঁই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, বর্তমান লাইব্রেরির পরিকাঠামোও আধুনিক প্রযুক্তি দিয়ে ঢেলে সাজা হবে। ছাত্রছাত্রী এবং গবেষকই শুধু নয়, সাধারণ মানুষের কাছেও খুলে যাবে জ্ঞানের অফুরান ভাণ্ডার। মঙ্গলবারই বসেছিল লাইব্রেরি কমিটির বৈঠক। তাতেই ঠিক হয়েছ প্রাথমিক রূপরেখা।

গীতবিতানে’র জমি ফেরত চান চাষিরা

শিল্প না হলে ফেরত চাই জমি ৷ রঘুনাথপুরের পর স্লোগান উঠল বোলপুরে ৷ রঘুনাথপুরের মতো অবশ্য জমি একেবারে পতিত নেই বোলপুরের কাছে শিবপুর মৌজায় ৷

একা আর কতদিন চালাবি, চলে আয়

রাজ্যজুড়ে ঘাসফুলের বনে কোথাও একটু লালের ছিটে, কোথাও বা উুঁকি দিচ্ছে ডুবন্ত হাত ৷ বিরোধীদের হাতে থাকা পুরসভার সংখ্যা কমতে কমতে এখন তা দুই অঙ্কেরও নীচে ৷

বুরহানই কাশ্মীর, সোচ্চার শরিফ

একটা নিষ্পাপ মুখ, যে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল ৷ সে লক্ষ্যেই এগোচ্ছিল ৷ কিন্তু শেষ পর্যন্ত পারল না ৷ ভারতীয় সেনা ওকে মেরে ফেলল... শহিদ হল তরতাজা একজন রাজনৈতিক নেতা.... বুরহান ওয়ানি... কাশ্মীরের আত্মা ৷

নিরাপত্তায় ফাঁক, মানলেন পারিকর

প্রকাশ্যে ভুল স্বীকার ৷ তাও খোদ প্রতিরক্ষামন্ত্রীর ! পাঠানকোটের পর উরি ৷ মাঝখানে সময়ের ব্যবধান আট মাস ৷ দু’টি হামলার ক্ষেত্রেই কাঠগড়ায় সেনাঘাঁটির নিরাপত্তার অভাব ৷

বাংলা খবর/ খবর/Uncategorized/
কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন