পুলিশ জানিয়েছে, জানকপুরী গ্রামের কাছে থেকে বেশ কয়েকটি প্রাচীন সোনার মুদ্রা তারা উদ্ধার করেছে ৷ এলাকায় এই খবর ছড়িয়ে পড়তেই মানুষের হুড়োহুড়ি পড়ে যেতে পারে সোনার মুদ্রা পাওয়ার জন্য ৷ তাই আগে থেকেই কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ও এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা ৷
জানা গিয়েছে, গত দু’মাস ধরে গুপ্তধনের খবর ছড়ি পড়তেই মানুষ পাগলের মতো বিভিন্ন জায়গায় গুপ্তধনের খোঁজে মাটি খুড়তে শুরু করে দেয় ৷
advertisement
খবর ছড়িয়ে পড়তে তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তের পর সরকারি ভাবে পুলিশের তরফে জানানো হয়েছে যে খবরটি সত্যি ৷ এই মুদ্রাগুলি কোন সালের তা জানার জন্য Archaeological Survey of India-কে খবর দেওয়া হয়েছে ৷
এলাকার এক বাসিন্দা যিনি প্রথম ওই মুদ্রা খুঁজে পান জানিয়েছেন যে তিনি একটি কয়েন স্থানীয় এক স্বর্ণকারকে বিক্রিও করে দিয়েছেন ৷
ইতিমধ্যেই এলাকার দু’জন বাসিন্দার কাছ থেকে দুটি স্বর্ণ মুদ্রা উদ্ধার করা হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, সমস্ত কয়েন উদ্ধার করে তার সরকারের কাছে জমা দেওয়া হবে ৷