TRENDING:

মুম্বইয়ের হিট অ্যান্ড রানের স্মৃতি ফিরে এল কলকাতায়

Last Updated:

বছরের গোড়াতেই মুম্বইয়ের হিট অ্যান্ড রানের স্মৃতি ফিরে এল কলকাতায়। ১৩ জানুয়ারির সকালে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বছরের গোড়াতেই মুম্বইয়ের হিট অ্যান্ড রানের স্মৃতি ফিরে এল কলকাতায়। ১৩ জানুয়ারির সকালে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলছিল। হঠাৎই ঝড়ের গতিতে মহড়ার মধ্যে ঢুকে পড়ে সাদা রঙের এসইউভি। গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বায়ুসেনার কর্পোরাল অভিমণ্যু গৌড়ের। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অডি গাড়িটি তৃণমূল কংগ্রেস নেতা মহম্মদ সোহরাবের। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঘটনার সময় গাড়ির স্টিয়ারিং ছিল সোহরাবের ছোট ছেলে সাম্বিয়ার হাতে। খুনের মামলা রুজু করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement

রেড রোডকাণ্ডে ধৃত

- (ঘটনার তিন দিন পর) ১৬ জানুয়ারি গ্রেফতার করা হয় সাম্বিয়াকে

- ১৮ জানুয়ারি দিল্লি থেকে গ্রেফতার হয় সাম্বিয়ার বন্ধু শানু

- ১৯ জানুয়ারি কলকাতায় গ্রেফতার আরও এক বন্ধু জনি

টি আই প্যরাডেও তিনজনকে চিহ্নিত করেন প্রত্যক্ষদর্শীরা। জেরায় সাম্বিয়া গাড়ি চালানোর কথা স্বীকারও করে বলে জানান তদন্তকারীরা। যদিও ঘটনার পর থেকেই বেপাত্তা মহম্মদ সোহরাব ও তাঁর বড় ছেলে আম্বিয়া। তৃণমূল নেতার খোঁজে হুলিয়া জারি করে পুলিশ।

advertisement

রেড রোডকাণ্ডে ধৃত

- ২২ মার্চ আদালতে আত্মসমর্পণ করেন মহম্মদ সোহরাব

- আত্মসমপর্ণের পরই জামিন পান তৃণমূল কংগ্রেস নেতা

- জামিন পায় সাম্বিয়ার দুই বন্ধু শানু ও জনি

১৩ জানুয়ারির ঘটনায় যৌথ তদন্তের দাবি জানায় বায়ুসেনা। যদিও পুলিশ সেই আর্জি মানেনি। তবে প্রবল চাপের মধ্যে সাম্বিয়ার বিরুদ্ধে খুনের অভিযোগে চার্জশিট দেয় পুলিশ। এরই মধ্যে সাম্বিয়ার জামিন ইস্যুতে একপ্রস্থ নাটক হয়ে যায় হাইকোর্টে। বিচারপতি অসীম রায় জামিনের আবেদন খারিজ করে দিলেও, বিচারপতি কারনান সাম্বিয়ার জামিন মঞ্জুর করেন। পরিস্থিতি ঘোরাল হয়ে ওঠায় প্রধান বিচারপতির নির্দেশে মামলাটি তৃতীয় বিচারপতির বেঞ্চে পাঠানো হয়। ২০ জুলাই বিচারপতি অনিরুদ্ধ বসু সাম্বিয়ার জামিন খারিজ করে দেন।

advertisement

বাংলা খবর/ খবর/Uncategorized/
মুম্বইয়ের হিট অ্যান্ড রানের স্মৃতি ফিরে এল কলকাতায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল