TRENDING:

৫ শতাংশ রেপো রেট কমাল RBI

Last Updated:

৫ শতাংশ রেপো রেট কমাল RBI ৷ মঙ্গলবার এমনটাই জানালেন RBI গভর্নর রঘুরাম রাজনের ৷ ২৫ বেসিস পয়েন্ট কমে রেপো রেট হল ৬.৫০ ৷ CRR অপরিবর্তিত রইল ৪ শতাংশেই ৷ এর ফলে ব্যাঙ্কগুলি কমাতে পারে সুদের হার ৷ বিভিন্ন প্রকল্পের EMI কমার সম্ভাবনাও রয়েছে ৷ এদিন সাংবাদিক সম্মেলনে পানামা প্রসঙ্গে রঘুরাম রাজন জানান, ‘আমরা তদন্তকারী দলে আছি ৷ কোনটা আইনি কোনটা বেআইনি তা খতিয়ে দেখছি ৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্রীয বাজেটের পর দেশের আথির্ক উন্নতিতে আগেই সুদের হার কমানোর ইঙ্গিত দিযেছিলেন আরবিআই গভনর্র রঘুরাম রাজন। ফলে একটি প্রত্যাশা তৈরি হয়েছিল।  আমজনতার সেই প্রত্যাশা পূরণ করে সুদ কমানোর কথা ঘোষণা করলেন আরবিআই গভনর্র রঘুরাম রাজন। মঙ্গলবার আর্থিক নীতি নিয়ে আরবিআইয়ের প্রথম দ্বিবার্ষিক পর্যালোচনা  সভার পর রেপো রেট পঁচিশ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করলেন রাজন। ৫ শতাংশ রেপো রেট কমাল RBI ৷ ২৫ বেসিস পয়েন্ট কমে রেপো রেট হল ৬.৫০ ৷ দুহাজার জানুয়ারির পর এটাই সর্বনিম্ন রেপো রেট। রেপো রেট কমার ফলে গাড়ি বাড়ি ঋণে কমতে পারে সুদের হার। বাজারে টাকার যোগান ঠিক রাখতে CRR চার শতাংশেই অপরিবতির্ত রাখা হযেছে। বিভিন্ন প্রকল্পের EMI কমার সম্ভাবনাও রয়েছে ৷ রিভার্স রেপো রেট বাড়ানো হযেছে পঁচিশ বেসিস পয়েন্ট। এদিন পানামা প্রসঙ্গে রঘুরাম রাজন জানান, ‘আমরা তদন্তকারী দলে আছি ৷ কোনটা আইনি কোনটা বেআইনি তা খতিয়ে দেখছি ৷’
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন
বাংলা খবর/ খবর/Uncategorized/
৫ শতাংশ রেপো রেট কমাল RBI