কালো টাকা উদ্ধারে আট-ই নভেম্বর মোদির নোট বাতিলের ঘোষণার পর কেটে গেছে একমাসের উপর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে ইনকাম ট্যাক্স, সিবিআই, দুর্নীতিদমন শাখা একযোগে অভিযান চালাচ্ছে দেশ জুড়ে। কখনও রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিক, কখনও ব্যবসায়ী, কখনও হাওয়ালা কারবারির কাছ থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি হিসাব বহির্ভূত টাকা। আয়কর বিভাগের তথ্য অনুযায়ী, গত সপ্তাহ থেকে ২,০০০ টাকার নোটে প্রায়১৭.২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷
advertisement
কিন্তু এত সহজে কী ভাবে নতুন নোটের হদিশ পাচ্ছে আয়ক দফতর ? আয়কর বিভাগের এই সাফল্যের পিছনে কোনও চিপ নয় ৷ রয়েছে রেডিও অ্যাক্টিভ কালি ৷বেশ কিছু দেশে এই ইঙ্কের প্রোয়োগ ইন্ডিকেটর হিসেবে হয়ে থাকে ৷ এর জেরে যে কোনও জিনিস খোজা যায় খুব সহজেই ৷
নতুন ৫০০ ও ২০০০ টাকার নোটে এই ইঙ্ক ব্যবহার করা হয়েছে ৷ তবে একটা নির্দিষ্ট সময়ের পর এই ইঙ্কের প্রভাব অনেকটাই কমে যায় ৷
এর জেরেই আগামী দিনে এই নতুন নোটও বাতিল করে দেওয়া হবে বলে অনুমান ৷ সোশ্যাম মিডিয়ায় ও হোয়াটসঅ্যাপে গ্রুপে নতুন নোট বাতিল হওয়ার সম্ভাবনা নিয়ে বেশ কিছু মেসেজ ভাইরাল হয়ে গিয়েছে ৷
প্রথমে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছিল যে নতুন নোটে জিপিএস চিপ লাগানো রয়েছে ৷ তবে সরকারের তরফে তা খারিজ করে দেওয়া হয় ৷ একই ভাবে ইঙ্কের বিষয়টি কতটা সত্যি সে বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই ৷ তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খবরটি ভাইরাল হয়ে গিয়েছে ৷
একটি জায়গায় বেশি নোট থাকলে ইঙ্কের মাধ্যমে নোট কোথায় রয়েছে সে বিষয়ে জানা যায় ৷