TRENDING:

নোটার ভোটেই হেরে গেলেন নির্বেদ রায়?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভালোমতই বোঝা গিয়েছিল বিধানসভা ভোটে প্রভাব ফেলবে নোটা। তবে তার জোর যে এতটা, কল্পনা করতে পারেনি কেউ-ই। এবার রেকর্ড সংখ্যক ভোট পড়েছে নোটায়। বেশ কয়েকটি আসনে প্রার্থীদের জয়-পরজয়ে নির্ধারণ করেছে নোটা-ই। অনেক কেন্দ্রেই জয়ের ব্যবধানের চেয়ে নোটার ভোট বেশি। সেই ভোট কোনও রাজনৈতিক দলের পক্ষে গেলে ফলের হেরফের হত নিশ্চয়ই। দেখে নেওয়া যাক পূর্ব মেদিনীপুরে নোটা ভোটের চিত্র।
advertisement

None Of The Above বা নোটা। ২০১৩ সালে নির্বাচনী প্রতীক হিসেবে নোটার ব্যবহারের কথা বলে সুপ্রিম কোর্ট। ভোটারদের কোনও দলের প্রার্থীকেই পছন্দ না হলে ভোট দিতে পারবেন নোটায়।

২০১৪-এ প্রথম নোটার ব্যবহার শুরু। প্রথমবারই সাফল্য। তবে কোনও দলের জয়-পরাজয়ে সেরকম প্রভাব ফেলতে পারেনি। খুব একটা প্রভাব পড়েনি এ রাজ্যেও। এবারের ছবিটা ব্যতিক্রম। বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি আসনে রীতিমত নির্ণায়কের ভূমিকা নিয়েছে নোটা। নোটার খাতায় ৪০০০ থেকে ৫০০০ ভোট পড়লেও, অনেক আসনে জয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ১০০০ -রও কম। বিশেষজ্ঞদের ধারণা, এর কিছুটা অংশ যদি পরাজিত দলের পক্ষে চলে আসত, তবে রেজাল্টের হেরফের হত-ই। তবে পূর্ব মেদিনীপুরে অবশ্য সেরকম প্রভাব ফেলতে পারেনি নোটা।

advertisement

পূর্ব মেদিনীপুরে নোটার পরিমাণ প্রায় ত্রিশ হাজার চারশোর কাছাকাছি। জেলার ষোলটি আসনে মোট নোটার পরিমাণ-

নন্দীগ্রাম --১২৭৬

তমলুক---২৩৯৪

ময়না---১১৭৬

খেজুরি---২৬২৩

ভগবানপুর---১১৩৮

পটাশপুর---১১০৭

এগরা--২৯৯৮

পূর্ব পাঁশকুড়া---১৮৫৬

দক্ষিণ কাঁথি---২৩০০

হলদিয়া ---২৩৬৯

মহিষাদল--২০২৩

নন্দকুমার----২০৯৬

পশ্চিম পাঁশকুড়া----২১১৮

চন্ডীপুর----১৪১০

উত্তর কাঁথি---১৭৪৯

রামনগর---১৬৯১

পূর্ব মেদিনীপুরের মোট ১৬টি কেন্দ্রে মোট নোটার পরিমাণ ৩০ হাজার ৩২৪ ৷ তমলুক ছাড়া বাকি ১৫টি আসনে নোটা তেমন প্রভাব ফেলেনি। সব আসনেই জয়ের ব্যবধান নোটার চেয়ে বেশি। ব্যতিক্রম শুধু তমলুক। ৯৫৪৩২ ভোট পেয়ে তমলুকে জয়ী হয়েছেন প্রার্থী সিপিএমের অশোককুমার দিন্দা ৷ অন্যদিকে, পরাজিত তৃণমূল প্রার্থী নির্বেদ রায়ের প্রাপ্ত ভোট সংখ্যা ৯৪৯১২ ৷ ওই কেন্দ্রে নোটা পড়েছে ২৩৯৪ টি, যেখানে জয়ের ব্যবধান মাত্র ৫২০ ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নোটায় পড়া ভোট গুলিই ফারাক গড়ে দিয়েছে জয়ের ক্ষেত্রে ৷ অর্থাৎ ওই ভোটগুলি তৃণমূল প্রার্থী নির্বেদ রায়ের পক্ষে গেলে ফলাফল অন্যরকম হত ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, নোটা প্রতীক না থাকলে, ভোটাররা পরাজিত প্রার্থীদের ভোট দিতেন এরকম কোনও নিশ্চয়তা নেই । এমনকি, জয়ী প্রার্থীদের ভোট দিতেন কিনা সন্দেহ। হয়ত তাঁরা ভোটই দিতে যেতেন না।

বাংলা খবর/ খবর/Uncategorized/
নোটার ভোটেই হেরে গেলেন নির্বেদ রায়?