TRENDING:

পালটে গেল পুজোর পেটপুজো, শহরে এবার এক ঝাঁক রেস্তো-পাব !

Last Updated:

শহর পাল্টাচ্ছে রোজ রোজ ৷ শহরবাসীর মেজাজও বদলে যাচ্ছে নিয়ম মেনেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শহর পাল্টাচ্ছে রোজ রোজ ৷ শহরবাসীর মেজাজও বদলে যাচ্ছে নিয়ম মেনেই ৷ তাই তো রেস্তোরাঁ মানে আগে যেমন ছিল একমাত্র পার্কস্ট্রিট ! সেই পুরনো চিন্তাভাবনায় নতুনত্বের রঙিন পোঁচ ৷ শহরের দক্ষিণে, শহরের নর্থ কিংবা সল্টলেক, রাজারহাট এখন বাঙালির পেটপুজোর নতুন ঠিকানা ৷ আর শুধু নতুন ঠিকানাতেই আটকে নয়, বরং রেস্তোরাঁর বদলে এখন নতুন ট্রেন্ড রেস্তোঁ-পাব, সব মিলিয়ে ক্যাফে ! যেন সব পেয়েছির আসর ৷
advertisement

ডাইন আউট ব্যাপারটাই এখন বদলে গিয়েছে ৷ গেলাম আর খেয়ে চলে এলাম, এই নিয়ম এখন পুরনো ৷ তার বদলে, খাওয়ার সঙ্গে সঙ্গে আড্ডাটাও এখন মেইন ফ্যাক্টর ! কলকাতায় এরকমই এক চিন্তাভাবনা নিয়ে প্রায় এক ডজন রেস্তো-পাব বা ক্যাফে হাজির হয়েছে ৷ যেখানে খাবার-দাবারের সঙ্গে সঙ্গে আড্ডার মেজাজও তুঙ্গে৷

পুজোর আগে তাই আসুন এক নজরে দেওয়া নেওয়া যাক শহরের নতুন ক্যাফেগুলো কী রকম ৷ যাতে প্যান্ডেল হপিংয়ের মাঝে পেটপুজোটাও জমে ওঠে ৷

advertisement

হোয়াটস আপ

হেঁটে হেঁটে ঠাকুর দেখে ক্লান্ত ৷ নানা স্বাদের কফি, মকটেল, শরবতে একটু গলা ভেজানো৷ কিংবা ইচ্ছে করলে একটু নেশা নেশা ভাব ৷ তাহলে ঢুঁ মারতেই মারেন হোয়াটসআপে ৷ ঠিকানা- 122A, Southern Avenue, Kolkata

থ্যাঙ্ক গড ইটস ফ্রাইডে

advertisement

পুজোর সময় সব দিনই যেন উইকএন্ড ৷ তাই ফ্রাইডে হোক বা অন্য কোনও দিন ৷ থ্যাঙ্ক গড ইটস ফ্রাইডে-তে পুজোর পেট পুজো জমতেই পারে ৷ এই পাব ইদানিং কলকাতায় খুবই জনপ্রিয় ৷ যার নেশায় বুঁদ হতে চান, তাঁদের জন্যও যেমন, তেমনি যাঁরা শুধুই হালকা পেট পুজোয় মাততে চান, তাঁদের জন্য থ্যাঙ্ক গড ইটস ফ্রাইডে একেবারে পারফেক্ট জায়গা ৷ ঠিকানা- Forum Mall, 10/3, Elgin Road, Elgin, Kolkata

advertisement

টার্মিনাল ইলেভেন

ঢাকের বাদ্যির সঙ্গে সঙ্গে একটু রক কিংবা ব্যান্ডের গান ৷ সঙ্গে ফিউশন খাবার ? এরকম পেটপুজো যদি আপনার তালিকায় থাকে তাহলে সোজা ঢুঁ মারুন টার্মিনাল ইলেভেনে ৷ এই পাবের ইন্টেরিয়ার আর পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই ৷ যেন আপনার আড্ডার জন্যই তৈরি রয়েছে এই টার্মিনাল ইলেভেন ! ঠিকানা- BF 11, Sector 1, Salt Lake, Kolkata 700 064

advertisement

ক্যাফে একান্তে

টেবিলে সুস্বাদু খাবার ৷ আর জানলার বাইরে নজর দিলেই প্রকৃতির নানা রূপ ৷ কুল কুল করে বয়ে যাওয়া জল ৷ রাজারহাটের ইকো পার্কে এমনই এক ক্যাফে ৷ নাম ক্যাফে একান্তে হাইজবোট রেস্টুরেন্ট৷ যার সুন্দর, শান্ত পরিবেশই আপনাকে সতেজ করে তুলবে ৷

কী খাবেন?

একান্তে প্ল্যাটার, ভেটকি মোলায়েমি টিক্কা, নোলেন গুঁড়ের আইস ক্রিম ৷ দু’জনের জন্য খরচা পড়বে ১১০০ টাকা ৷

এভরি ডোর মিস্ট্রি

নামটাই এই ক্যাফের আসল পরিচয় ৷ কারণ, এই ক্যাফের থিমই হল নানা ধরণের দরজা ৷ আর সেই দরজার অন্দরেই রয়েছে নানা রোমাঞ্চ ! তবে শুধু ক্যাফের ইন্টেরিয়র নয়, এখানকার খাবারও আপনাকে মুগ্ধ করবে ৷ অ্যালেনবাই রোডের এই নতুন ক্যাফে আপনাকে নতুন রসনায় ডুবিয়ে দেবে ৷

কী খাবেন?

পিৎজা, চিজ গার্লিক ব্রেড, মশালা ফ্রাই ৷ তদাম পড়বে ৭০০ ৷

জ্যাম হাইজ

পেট ভরবে খাবারে, কিন্তু মন ভরবে গানে ৷ এরকমই এক চিন্তাভাবনা নিয়ে এজিসি বোস রোডে শুরু হয়েছে নতুন ক্যাফে জ্যাম হাউজ ৷ সঙ্গীত প্রেমী ও খাদ্য রসিকদের জন্য একেবারে পারফেক্ট জায়গা এই ক্যাফে ৷

কী খাবেন?

প্যান ফ্রাইড মোমো, বানানা শেক, ফালাফেল রাপ ৷ দাম পড়বে ৯৫০ টাকা ৷

পোর হাউজ

আইটিতে কাজ করেন? আর অফিস সেক্টর ফাইভে? নো চিন্তা ৷ সেক্টর ফাইভও এখন হ্যাপেনিং ৷ পাব বা নাইট ক্লাবের ভক্তদের জন্য এবার সেক্টর ফাইভে খুলেছে নতুন পাব পোর হাইজ ৷ এর ইন্টেরিয়রই আপনার সারাদিনের ক্লান্তিকে দূর করবে এক নিমেষে৷ আরডিবির ঠিক পাশে এই পাব কিন্তু এখন শহরের ইন থিং ৷

কী খাবেন?

তন্দুরি বাওয়ারি পোট্যাটোস, অডি রিংস, পৌরিং নাচোস, ককটেল আর মকটেল ৷ দাম পড়বে ১৫০০ টাকা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে হঠাৎই একটি ভূতুড়ে বাড়ির খোঁজ মিলল দুর্গাপুর শিল্পাঞ্চলে, ব্যাপারটা কী!
আরও দেখুন

হোটেল সেনসেস, ওজোরা, হোয়াটসঅ্যাপ, টার্মিনাল ইলেভেন, ওরিয়েন্ট, দ্য উইশলিং কেটল, ব্লু মাগ, থ্যাঙ্ক গড ইটস ফ্রাইডে,

বাংলা খবর/ খবর/Uncategorized/
পালটে গেল পুজোর পেটপুজো, শহরে এবার এক ঝাঁক রেস্তো-পাব !