TRENDING:

কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন

Last Updated:

প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতিদিনের ব্যস্ততায় খবর কাগজ খুঁটিয়ে পড়া সম্ভব হয় না ৷ অনেক সময় গুরুত্বপূর্ণ খবর চোখ এড়িয়ে যায় ৷ তাছাড়া একাধিক কাগজও পড়ার মতো সময় কারোর হাতেই নেই ৷ তাই আসুন এক নজরে, একজায়গায় দেখে নিন কলকাতার বিভিন্ন কাগজের সেরা খবর গুলি ৷ শুক্রবারের গুরুত্বপূর্ণ খবরগুলি হল-
advertisement

১)চোর সন্দেহে গণপিটুনির বলি ফের এক যুবক

স্রেফ সন্দেহ। আর তার বশেই চোর ঠাওরে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। অসহিষ্ণুতার ছবি এ বার কোলাঘাটে। গত মঙ্গলবার রাতে কোলাঘাটের সাহাপুর গ্রামের এক হোসিয়ারি কারখানা চত্বরে সিরাজুল ইসলাম (২২) নামে ওই ভারসাম্যহীন যুবককে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। কারখানার দুই মালিক ও চার কর্মীকে গ্রেফতারও হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলা এসপি অলোক রাজোরিয়া বলেন, ‘‘চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে খুনের ঘটনায় ধৃত ৬ জনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আর কারা জড়িত তা-ও দেখা হচ্ছে।’’

advertisement

২)প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নে জল ঢালতে নেমেছে চিন

দিল্লিকে পুরোপুরি সমর্থন করেছে হোয়াইট হাউস। কিন্তু পরমাণু সরবরাহকারী গোষ্ঠী বা এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি রুখতে মাঠে নেমে পড়ল চিন।এনএসজির সদস্যপদের জন্য চলতি সফরে আগেই সুইৎজারল্যান্ড ও আমেরিকাকে পাশে পেয়েছেন নরেন্দ্র মোদী। মেক্সিকো পৌঁছে আজ তাদেরও সমর্থন কুড়িয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু ভিয়েনায় এ দিন এনএসজি গোষ্ঠীর এক বৈঠকে ভারতের সম্ভাবনা ভেস্তে দিতে তৎপর হয়ে উঠেছে চিন। ভারতের অন্তর্ভুক্তির প্রশ্ন নিয়ে ২০ জুন সোলে এনএসজি-র প্লেনারি বৈঠক বসবে। কিন্তু সংবাদ সংস্থা জানাচ্ছে, ওই গোষ্ঠীর ৪৮ সদস্যের মধ্যে ভারতকে আটকাতে চিনের পাশে থাকছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রিয়ার মতো দেশগুলি। পরিস্থিতি আরও জটিল হয়েছে পাকিস্তানও এনএসজির সদস্য হওয়ার আবেদন জমা দেওয়ায়। কূটনৈতিক সূত্রের খবর, চিন ভারতের প্রস্তাব তখনই সমর্থন করবে যদি ইসলামাবাদকেও একই মর্যাদা দেওয়া হয়। তবে ভিয়েনার বৈঠকের পরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ‘‘এনএসজিতে অন্তর্ভুক্তি একটি প্রক্রিয়া। তবে ভারত নিয়ে অধিকাংশ দেশই ইতিবাচক মনোভাব নিচ্ছে।’’

advertisement

৩)লোকে তবে মাদকের জন্যই চেনে? ‘উড়তা পঞ্জাব’ নিয়ে প্রশ্ন হাইকোর্টের

কোনও রাজ্যের মাদক চক্রের রমরমা নিয়ে গল্প বললেই বুঝি তার ভাবমূর্তি চুরমার হয়ে যায়! সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) তথা সেন্সর বোর্ড ‘উড়তা পঞ্জাব’ ছবির নাম থেকে যে যুক্তি দেখিয়ে ‘পঞ্জাব’ বাদ দেওয়ার কথা বলেছে, তাতে স্তম্ভিত বম্বে হাইকোর্ট। ‘‘তা হলে আপনারা কি বলছেন পঞ্জাবকে লোকে মাদকের জন্যই চেনে?— প্রশ্ন আদালতের।

advertisement

৪)রেল চালাতে মমতার পরামর্শও নেন প্রভু

এসেছিলেন মোদী সরকারের দু’বছরের সাফল্য তুলে ধরতে। ফিরে গেলেন পঞ্চমুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে।

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে রেলমন্ত্রী সুরেশ প্রভু বলেন, ‘‘মমতা এক জন সফল রেলমন্ত্রী ছিলেন।’’ প্রভু এ-ও জানাতে ভোলেননি যে, মন্ত্রক চালাতে গিয়ে তিনি মাঝে-মধ্যে মমতার সঙ্গে আলাপ-আলোচনা করে নেন। ‘‘প্রায়ই আমি ওঁর সঙ্গে কথা বলি।’— মন্তব্য প্রভুর। সহযোগিতার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, ‘‘আমি বরাবর সুরেশ প্রভুর সঙ্গে ভাল সম্পর্ক রেখে চলেছি। সেটাই বজায় থাকবে।’’

advertisement

১) মমতার পাশেই প্রভুর রেল

পুরোনো প্রকল্প বাস্তাবায়িত করতে আশ্বাস, রাজ্যে বরাদ্দ বাড়াচ্ছে কেন্দ্র ৷ দ্বিতীয় ইনিংসের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাটিং পিচই দিচ্ছে কেন্দ্র ৷

২) চালকের সিটে প্রেসিডেন্ট, পাশে মোদি

তিনি সাইক্লোনের মতো এলেন, টর্নেডোর মতো বেরিয়ে গেলেন ৷ প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করা ২০০ জন ভারতীয়ের কপালে এইটুকু মোদি-সাক্ষাৎই লেখা ছিল ৷

৩) এত বাধা কেন? বম্বে হাইকোর্টের প্রশ্ন নিহালনিকে

‘উড়তা পাঞ্জাব’ নিয়ে যদি আপত্তি থাকে, তবে ‘গো, গোয়া, গন’ সিনেমা নিয়ে নয় কেন? সেন্সর বোর্ডের আইনজীবীর দিকে এই প্রশ্নই ছুঁড়ে দিলেন বম্বে হাইকোর্টের বিচারপতি এস সি ধর্মাধিকারী ৷

৪) চিনকে তোয়াক্কা না করে ভিয়েতনামকেই ব্রাহ্মোস দেবে দিল্লি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভিয়েতনাম-সহ পাঁচটি দেশকে ব্রাহ্মোস মিসাইল রপ্তানির তোড়জোড় শুরু করল ভারত ৷ সামরিক ইতিহাসে এই প্রথম ভারত কোনও মিসাইল বিক্রির কথা ভাবল৷ পরিকল্পনা রয়েছে আরও ১১টি দেশের বাজার দখলেরও ৷ বিশেষজ্ঞদের ব্যাখ্যা, চিনের সামরিক শক্তিবৃদ্ধির চেষ্টায় নয়াদিল্লির উদ্বেগেরই প্রতিফলন এই পদক্ষেপ ৷

বাংলা খবর/ খবর/Uncategorized/
কী বলছে আজকের খবরের কাগজ ? দেখে নিন