শুক্রবার সকালে ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হল দুটি গাড়ি, একটি রিক্সা এবং একটি ট্রাক ৷ ট্রাকের মধ্যে থেকেই উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ ৷ পুলিশের অনুমান, ওই ব্যক্তি সম্ভবত ট্রাকের খালাসি ৷ ধ্বংসস্তুপের নীচে মিনিবাস চাপা পড়ার গুজব শোনা যাচ্ছিল এখনও পর্যন্ত মিনিবাসের খোঁজ মেলেনি ৷ উদ্ধারকারীদের মতে, মিনিবাস থাকার সম্ভাবনা ক্ষীণ ৷ ধ্বংসস্তূপের নিচে যাঁরা চাপা পড়ে আছেন, তাঁদের জীবিত উদ্ধারের আশা ক্রমশ কমছে। উড়ালপুলের ভাঙা অংশ পুরো সরানো না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয়, মৃতের সংখ্যা কত। NDRF-এর ডিজি ওপি সিং জানালেন, ‘সারারাত উদ্ধারকাজ চলেছে ৷ NDRF-এর ১০ টি দল যত তাড়াতাড়ি সম্ভব ধ্বংসস্তূপ সরিয়ে আটকদের উদ্ধারের চেষ্টা করছে ৷ তবে এত সময় কেটে যাওয়ার পর ধ্বংসস্তূপের নীচে জীবিত কেউ থাকার সম্ভাবনা ক্ষীণ ৷’ উদ্ধারকাজ দুপুরের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে মনে করছেন উদ্ধারকারীরা ৷ সরকারি মতে এখনও পর্যন্ত দুর্ঘটনায় আহতের সংখ্যা ৮৮ জন ৷
advertisement
সেনাবাহিনী, দমকল, এনডিআরএফ বাহিনীর সঙ্গে হাত লাগিয়ে উদ্ধারকাজে সাহায্য করছেন স্থানীয়রাও ৷ গভীর রাত পর্যন্ত দুর্ঘটনাস্থলে ছিলেন পুলিশ ও দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ রাত ১০ টা পর্যন্ত উদ্ধারকাজের তদারকিতে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী ৷ এছাড়াও বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গভীর রাতে উদ্ধারকাজ তদারকিতে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ৷