রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে চরম বিপাকে বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক। শুধু ঝাড়গ্রামেই বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাংকের সংখ্যা ৯ পশ্চিমমেদিনীপুরে মোট ৩৩টি গ্রাহক সংখ্যা গড়ে ১০ হাজার এর বেশী। এর একটা বড় অংশই শুধু এই ব্যাংকের গ্রাহক। বহু শিক্ষককদের স্যালারি অ্যাকাউন্ট এখানে। ফলে এই বিশাল সংখ্যক গ্রাহক রা চরম বিপাকে।
গ্রাহকদের বক্তব্য আমাদের অন্য কোনো অ্যাকাউন্ট নেই কি ভাবে চলবো। টিচার দের বক্তব্যও তাই স্যালারি অ্যাকাউন্ট এখানকার টাকা তুললেও টাকা ফেরত পাওয়া যাচ্ছনা। ম্যানেজার জানান এই সিদ্ধান্তে বিপদের মুখে ব্যাঙ্ক। লোকে প্রশ্ন করছে চিট ফান্ডের সঙ্গে এর পার্থক্য কি। সব মিলিয়ে নতুন করে বিপদে সাধারণ গ্রামবাসীরা।
advertisement
Location :
First Published :
November 15, 2016 6:59 PM IST