১) ভূতের ভবিষ্যতের ওপরেই নির্ভর ভোটের ভবিষ্যৎ
মিথ্যা, ধাপ্পা, সংখ্যা।
সংখ্যা বিদ্যা বড় বিদ্যা, চুরির চেয়েও। যে পাত্রে রাখা হয়, সংখ্যা তার আকার ধারণ করে। জলের মতো। একই সংখ্যা, কিন্তু ভিন্ন রূপ। ভিন্ন সূত্র প্রমাণের জন্য ভিন্ন ভাষ্য ব্যবহার করা যায়। অনায়াসে। এটুকু বুঝলেই সামনের বিধানসভা ভোটকে বোঝা যাবে।
advertisement
২)নির্বিষ ম্যাচেও সিএবির চিন্তা বাড়াল পিচ ও ফ্লাডলাইট
বিশ্বকাপ ফাইনালের আগে আচমকা ‘গোষ্ঠীদ্বন্দ্বের’ বাউন্সারে আক্রান্ত হয়ে পড়ল সিএবি। শনিবার আপাত নির্বিষ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে যে নাটক হল, তাতে সিএবি-র অভ্যন্তরীণ রাজনীতি ফের চাগাড় দিল বলে মনে করছেন কেউ কেউ। জোড়া ধাক্কার প্রথমটা বাংলাদেশ ইনিংসের মাঝে ‘ই’ ব্লকের টাওয়ারের আলো নিভে যাওয়া। দ্বিতীয়টি পিচ। যার জেরে ফাইনালের আগে কার্যত বেসামাল সিএবি কর্তারা।
৩)খুনি ছেলেকে থানায় আনলেন বাবা
ব্যক্তিগত আক্রোশেই বান্ধবী সঙ্গীতা আইচকে খুন করেছে বলে স্বীকার করল সুব্রত সিংহ ওরফে রাজা। শনিবার জগদ্দল থানায় আত্মসমর্পণের পরে সে এ কথা কবুল করেছে। পুলিশ জানায়, সুব্রত তাদের জানিয়েছে, সঙ্গীতা ওরফে টিনার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ইদানীং অন্য একটি যুবককে কেন্দ্র করে তাদের সম্পর্কে চিড় ধরে। সেই কারণেই টিনাকে সে কুপিয়ে মেরেছে।
৪)নামেই ভ্রান্তিবিলাস, ভোটের ফাঁদে ডাক্তার
একটা যমজ চাকরই যা নেই!
নইলে নামে নাম মিলে যাচ্ছে, ডাক্তারে ডাক্তার। বাড়িও কাছেপিঠে।
‘ভ্রান্তিবিলাস’ আটকায় কে?
ডোমকল মহকুমা হাসপাতালে এসে চল্লিশ ছুঁইছুঁই মা তাই আকুল গলায় বলছেন— ডাক্তারবাবু, এ বার ভোটটা আপনাকেই দেব। ছেলেটাকে আমার ভাল করে দেখে দিন।
শিশুর বুকে স্টেথো বসাতে গিয়ে থমকে যান ডাক্তার— কীসের ভোট?
—ও বাবা! আমাদের দেওয়ালে বড়-বড় করে আপনার নাম লিখেছে তো, আবার বলছেন কীসের ভোট!
এত দিন কত কঠিন-কঠিন ‘কেস’ সামলে এসেছেন। কিন্তু এ বার তো ‘কেস’ পুরো গড়বড়!
১) সিপিএম ফিরে এলে আগুন জ্বলবে:মমতা
সিপিএম ফিরলে জঙ্গলমহলে আবার আগুন জ্বলবে। আবার রক্ত ঝরবে। অশান্ত হয়ে যাবে। তাই এদের আর না। আগামী দিনে বাংলা থেকে সিপিএম, কংগ্রেস, বিজেপিকে রাজনৈতিকভাবে একেবারে খালি করব। শনিবার বিনপুর বিধানসভা কেন্দ্রের শিলদার নীলকুঠি ময়দানে নির্বাচনী সভায় একথা বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন জোর গলায় তিনি দাবি করেন, বাংলায় আসছে তৃণমূল। দিল্লিও দখল করবে তৃণমূল। আর কেউ নয়। জঙ্গলমহল প্রথম দিন ভোট দিয়ে পথ দেখাবে।
২)নীতিগতভাবে কংগ্রেসের সঙ্গে জোটের কথা ভাবতেই পারি না, সুভাষিণীর মন্তব্যে বিতর্ক
যে জোট মানুষ চাইছে বলে আলিমুদ্দিন এবং এ কে গোপালন ভবন থেকে দিকে দিকে বার্তা রটিয়ে দেওয়া হয়েছিল এবং জণগণেশের দাবির সামনে নতমস্তক হয়ে জোটে সাড়া দেওয়াই বামপন্থার কর্তব্য বলে ঘোষণা করা হয়েছিল এই সেদিন, সেই জোটের বন্ধনের সুতো আলগা করে দিচ্ছে সিপিএম? একটিও ভোট ই.ভিএমে পড়ার আগেই? সেরকমই আভাস ইঙ্গিত স্পষ্ট। সীতারাম ইয়েচুরি আগেই জানিয়েছেন জোট নামে কিছু হচ্ছে না। যা হচ্ছে তা হল মানুষের দাবিতে একটি অ্যাডজাস্টমেন্ট। সমঝোতা।
৩)ফল বেরলেই হার্মাদদের যোগ্য জবাব দেব, হুমকি অভিষেকের
ভোটের রেজাল্টের পর আগামী ২০মে থেকে বাংলার মানুষ নতুন তৃণমূল কংগ্রেস দেখতে পাবেন। কারণ, সৌজন্য অনেক হয়েছে। সিপিএম কংগ্রেসের হার্মাদদের বলছি, ‘তোমাদের সঙ্গে ভদ্রতা অনেক করেছি। আগামী দিনে ইঞ্চিতে ইঞ্চিতে তোমাদের যোগ্য জবাব দেওয়া হবে। তোমরা তৈরি থেকো।’ শনিবার পুরুলিয়ার সাঁওতালডিহিতে নির্বাচনী জনসভায় একথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বোরোর পর পাড়া বিধানসভার কেন্দ্রের সভাতেও অভিষেকবাবুর বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে বির্তক শুরু হয়েছে। সাঁওতালডিহি ছাড়াও এদিন ঝালদা ও বলরামপুরেও নির্বাচনী জনসভা করেন তিনি।
৪)ভারতকে বাড়তি গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া
আভিজাত্য আর প্রাচুর্যে সিডনি যদি হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার রাজপ্রাসাদ, তাহলে মোহালিকে দেখে মনে হবে ভারতীয় ক্রিকেটের লালকেল্লা। মূল ফটক দিয়ে প্রবেশ করার সময় মনে হচ্ছিল ক্রিকেট মাঠে নয়, কোনও দূর্গে ঢুকছি। চারিদিকে বন্দুকধারী পুলিশের ভিড়। দফায় দফায় চেকিং। স্নিফার ডগের আনাগোনা। আর সাইরেনের আওয়াজ। হিমেল হাওয়া বইছে। যেন যুদ্ধের আবহ।
১) আইনশৃঙ্খলার দায়িত্ব রাজ্যের, বলল কমিশন
নির্বাচন কমিশনের উদ্দেশে মমতা বন্দোপাধ্যায় ও মুকুল রায় যে তোপ দেগেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে তা ফিরিয়ে দিল রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্ত ৷ রাজ্যের স্বরাষ্ট্রসচিব মলয় দে-কে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষার দায় রাজ্য প্রশাসনের৷
২) স্বাধীনতার দিবসে লজ্জার হার টাইগারদের
তিনটি ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ ৷ শেষ ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে শেষ করতে চেয়েচিল মাশরফিরা ৷ কিন্তু এই বিশ্বকাপে সব থেকে বড় ব্যবধানে তাঁরা হেরে বসলেন স্বাধীনতা দিবসের দিনে ৷
৩) সরকার গড়তেও কংগ্রেসকে সঙ্গী চাইছেন সূর্যকান্ত
ইস্তাহারেই ইঙ্গিত ছিল ৷ সেই ইঙ্গিতকে এ বার প্রকাশ্য ময়দানে খোলসা করে দিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷
৪) স্টিংয়ে লজ্জিত সৌগত, দীনেশের ব্যাখ্যা তলব
নারদ স্টিং অপারেশন নিয়ে তৃণমূল সুপ্রিমোর ‘নিষেধ’ সত্ত্বেও দলীয় নেতা-মন্ত্রীরা রোজই প্রকাশ্যে নানা মন্তব্য করে শাসক-শিবিরের অস্বস্তি বাড়িয়ে চলেছেন ৷