TRENDING:

হাতিতে আসীন গজলক্ষ্মী, অজেয় সংহতিতে ধান কাটার গান

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হরিদেবপুর: কৃষি-ই হবে? নাকি কৃষিজমিতে শিল্প? জোর চর্চা রাজ্যজুড়ে। কিন্তু কলকাতার কংক্রিটের জঙ্গলে রীতিমত ধান চাষ চলছে এখন। ধানের গন্ধে মাটির ডাক। গ্রাম বাংলার ফিল। অজেয় সংহতির ভরসা অবশ্য কৃষিতেই। কৃষিতেই সমৃদ্ধি। লক্ষ্মীলাভ। তাই ধান কাটার গানের সুরে হরিদেবপুরের অজেয় সংহতির মণ্ডপ। থিম তাই, মাটি তোদের ডাক দিয়েছে।
advertisement

ধান কাটার গান। মাটির গন্ধ। আশ্বিনের শুরুতে ঘরে ফসল তোলা। তারপর শুরু উৎসব। চাষী বউ-র মুখে চওড়া হাসি। ঘরে লক্ষ্মী বরণ। সুখ, সমৃদ্ধিতে ভরপুর গ্রাম জীবন। বাংলার ঘরে ঘরে এ ছবি চিরদিনের। চিরন্তন এই ছবি এবার হরিদেবপুর অজেয় সংহতির পুজো ভাবনা।

বিষয় যেখানে ফসল। ধান তো থাকবেই। ফসলের খেতে বেদী। তার উপর হাতিতে আসীন গজ লক্ষ্মী। মাথার উপর থেকে যাঁর ছড়িয়ে পড়ছে ধানের শিষ। কন্টিনিউটি রাখতে মণ্ডপেই ধান চাষের আয়োজন। ভরে উঠছে চাষির ধানের গোলা।

advertisement

ছাপ্পান্ন বছরে অজেয় সংহতিতে এবার এই ধান কাটার গান। কুলো, প্রদীপ, মাদল, বাঁশি, লক্ষ্মীর পাঁচালিতে গ্রামীণ ফিল। ধানের গোলার আকারে মণ্ডপ। গ্রামের মেয়ে দুর্গা আসলে শারদ লক্ষ্মী । দুপাশে যক্ষ যক্ষিণী।

সেরা ভিডিও

আরও দেখুন
সরকারি স্কুল শিক্ষিকা,যেন 'লেডি সলমন'!শরীরচর্চায় বানিয়েছেন 'মাসল'!বাঁকুড়ার আইকন মুন্না
আরও দেখুন

নবান্ন।নতুন ধানের গন্ধে আনন্দে আত্মহারা চাষী। আনন্দের সেই রেশের শরিক হবেন মণ্ডপে আসা দর্শকরাও। শহুরে আধুনিকতা ভুলে এক মূহূর্তের জন্য মনটা চলে যাবে গ্রামের সেই ঘরে। আজও যেখানে তুলসীতলায় সন্ধ্যা প্রদীপ জ্বলে। ধান কাটার গানে লক্ষ্মীকে বরণ করার প্রস্তুতি শুরু হয়।

advertisement

বাংলা খবর/ খবর/Uncategorized/
হাতিতে আসীন গজলক্ষ্মী, অজেয় সংহতিতে ধান কাটার গান