TRENDING:

২৭ ঘণ্টা পার, সেনা-জঙ্গি গুলির লড়াই অব্যাহত পাম্পোরে

Last Updated:

২৭ ঘণ্টা পার হয়েও গুলির লড়াই অব্যাহত ৷ পাম্পোরের একটি সরকারি ভবনে লুকিয়ে রয়েছে দুই জঙ্গি বলে আশঙ্কা করা হচ্ছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: ২৭ ঘণ্টা পার হয়েও গুলির লড়াই অব্যাহত ৷ পাম্পোরের একটি সরকারি ভবনে লুকিয়ে রয়েছে দুই জঙ্গি বলে আশঙ্কা করা হচ্ছে ৷ এখনও চলছে গুলির লড়াই ৷ ইডিআই ভবনে লুকিয়ে রয়েছে জঙ্গিরা ৷ সেখান থেকে সেনা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে তারা ৷ জঙ্গিদের খতম করতে ইডিআই ভবন গুঁড়িয়ে দেওয়ার হুমকি সেনার ৷ ঝিলম নদী পেরিয়ে ভারতে ঢোকে জঙ্গিরা বলে জানা গিয়েছে ৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে জখম হয়েছে ২ জওয়ানের ৷
advertisement

সোমবার সকালে পাম্পোরের সেমপোরার এন্টাপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট ইন্সটিউটে হামলা চালায় জঙ্গিরা। সেনা জওয়ানদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। সেনার অনুমান, হামলাকারীরা সংখ্যায় দুই থেকে চার জন ।

গত ফেব্রুয়ারি মাসেই জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর টানা ৪৮ ঘণ্টার লড়াই দেখেছিল পাম্পোরের সেমপোরা। সোমবার ফিরে এল সেই ছবি। এদিন সকালে আচমকাই ঝিলমের ধারে, এন্টাপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট ইন্সটিউটের একটি অংশে আগুন ও কালো ধোঁয়া দেখতে পান এক কর্মী।  খবর পেয়ে ক্যাম্পাসে যান নিরাপত্তারক্ষী ও সেনা জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই।

advertisement

জঙ্গিরা আইইডি বিস্ফোরণও ঘটায়। তার জেরে আগুন ধরে যায় শিক্ষা প্রতিষ্ঠানের একটি অংশে। জওয়ানদের পালটা লড়াইয়ে শেষপর্যন্ত কোণঠাসা হয়ে পড়ে হামলাকারীরা। তারা নদীর ধারের দিকের ঘরে আশ্রয় নেয়। তবে, জলপথে জঙ্গিরা পালাতে পারে এই আশঙ্কায় গোটা এলাকা ঘিরে ফেলে বাহিনী। শুরু হয় তল্লাশি।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

রাতেও আশপাশের এলাকায় চলে জওয়ানদের অভিযান। গত ফেব্রুয়ারি মাসেই ওই শিক্ষা প্রতিষ্ঠানটিতে হামলা হয়। তাতে ৩ জঙ্গি ও ৩ জওয়ানের মৃত্যু হয়। সার্জিক্যাল স্ট্রাইকের পর জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর ওপর আরও হামলার সতকর্তা দিয়েছে গোয়েন্দা দফতর। তার জেরে 1A জাতীয় সড়কে নিরাপত্তা কড়া করা হয়েছে। শ্রীনগরের নিরাপত্তাও আঁটসাঁট করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/Uncategorized/
২৭ ঘণ্টা পার, সেনা-জঙ্গি গুলির লড়াই অব্যাহত পাম্পোরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল