সোমবার সকালে পাম্পোরের সেমপোরার এন্টাপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট ইন্সটিউটে হামলা চালায় জঙ্গিরা। সেনা জওয়ানদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। সেনার অনুমান, হামলাকারীরা সংখ্যায় দুই থেকে চার জন ।
গত ফেব্রুয়ারি মাসেই জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর টানা ৪৮ ঘণ্টার লড়াই দেখেছিল পাম্পোরের সেমপোরা। সোমবার ফিরে এল সেই ছবি। এদিন সকালে আচমকাই ঝিলমের ধারে, এন্টাপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট ইন্সটিউটের একটি অংশে আগুন ও কালো ধোঁয়া দেখতে পান এক কর্মী। খবর পেয়ে ক্যাম্পাসে যান নিরাপত্তারক্ষী ও সেনা জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই।
advertisement
জঙ্গিরা আইইডি বিস্ফোরণও ঘটায়। তার জেরে আগুন ধরে যায় শিক্ষা প্রতিষ্ঠানের একটি অংশে। জওয়ানদের পালটা লড়াইয়ে শেষপর্যন্ত কোণঠাসা হয়ে পড়ে হামলাকারীরা। তারা নদীর ধারের দিকের ঘরে আশ্রয় নেয়। তবে, জলপথে জঙ্গিরা পালাতে পারে এই আশঙ্কায় গোটা এলাকা ঘিরে ফেলে বাহিনী। শুরু হয় তল্লাশি।
রাতেও আশপাশের এলাকায় চলে জওয়ানদের অভিযান। গত ফেব্রুয়ারি মাসেই ওই শিক্ষা প্রতিষ্ঠানটিতে হামলা হয়। তাতে ৩ জঙ্গি ও ৩ জওয়ানের মৃত্যু হয়। সার্জিক্যাল স্ট্রাইকের পর জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর ওপর আরও হামলার সতকর্তা দিয়েছে গোয়েন্দা দফতর। তার জেরে 1A জাতীয় সড়কে নিরাপত্তা কড়া করা হয়েছে। শ্রীনগরের নিরাপত্তাও আঁটসাঁট করা হয়েছে।