TRENDING:

75 Years Old Get Master Degree: দারিদ্রের জন্য পড়াশোনা বন্ধ হয়েছিল, ৭৫-এর বৃদ্ধের ৮টি বিষয়ে মাস্টার্স ডিগ্রি!

Last Updated:

চাকরি থেকে অবসরের পর, আটটি বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে পিএইচডি ডিগ্রি অর্জনের প্রস্তুতি নিচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#থুথুকুডি: কথায় রয়েছে, শেখার কোনও বয়স নেই। সেই মতো অনেকেই রয়েছেন যাঁরা জীবনের নানা বয়সে পড়াশোনাকে নিজেদের জীবনের অঙ্গ বানিয়ে নিয়েছেন। এই প্রতিবেদনের আলোচ্য ব্যক্তি ৭৫ বছরের এম গণেশ নাদর (M Ganesh Nadar)। যিনি চাকরি থেকে অবসরের পর, আটটি বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি সমাজবিজ্ঞান নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের প্রস্তুতি নিচ্ছেন।
advertisement

তিরুচেন্দুরের অরুমুগানেড়ির বাসিন্দা গণেশ। দরিদ্র পরিবারে ছোট থেকে জীবন কেটেছে। এর পর ১৯৬৫ সালে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৭৪ সালে সাউদার্ন পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে (Southern Petrochemical Industries Corporation) চাকরি জীবন শুরু করেন। ২০০৪ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এই বয়সে বেশিরভাগ অবসরপ্রাপ্ত কর্মীরা অবসরেই জীবন কাটাতে আগ্রহী হন। কিন্তু, গণেশ তেমনটা করেননি। তিনি অবসর গ্রহণের পরই স্নাতকোত্তর পড়াশোনা শুরু করে দিয়েছিলেন। বর্তমানে তাঁর চার সন্তান ও ছয় নাতি-নাতনি রয়েছে। এমনকী নাতনির পরিবারেও সন্তানের জন্ম হয়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন-  লেজ ধরতেই একেবারে ফণা তুলে দাঁড়াল কিং কোবরা ! হাড়-হিম করা ভিডিও ভাইরাল

থুথুকুডির রহমত নগরের বাড়িতে বসে গণেশ এক সাক্ষাৎকারে বলেন, “আমার মা-বাবা কৃষি কাজ করতেন। ফলে সেই সময় তাঁরা আমার উচ্চশিক্ষার জন্য কোনও উদ্যোগ নিতে পারেননি। আমি এখন নতুন করে পড়াশোনা করছি কারণ, আমার অন্তর সেটাই চায় সব সময়। আরও পড়াশোনা করার ইচ্ছে রয়েছে আমার। কর্মক্ষেত্রে কয়েকবার আমাকে কম পড়াশোনার জন্য অপমানিত হতে হয়েছে। তাই এখন পড়াশোনার জেদ মাথা চেপেছে।”

advertisement

অবসরের পর গণেশ প্রথমে ইংরেজি নিয়ে পড়াশোনা করেন। এর পর ২০০৮ সালে সমাজবিজ্ঞান (Sociology) নিয়ে BA-র পড়াশোনা শুরু করেন। ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে গণেশ সমাজবিজ্ঞান, ইতিহাস (History), পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (Public Administration), রাষ্ট্রবিজ্ঞান (Political Science), হিউম্যান রাইটস (Human Rights), সোশ্যাল ওয়ার্ক (Social Work), অর্থনীতি (Economics) এবং তামিল (Tamil) ভাষায় ডিগ্রি অর্জন করেন।

advertisement

গণেশ বলেন, “তামিলনাড়ুর মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে পিএইচডি করার আবেদন করার পর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমার প্রচেষ্টার প্রশংসা করে চিঠি লিখেছেন। এই ডিসেম্বরে একটি প্রবেশিকা পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছে আমাকে। আমি সরকারের কাছে অনুরোধ করছি, আমার বয়স ও ইচ্ছের কথা বিচার করে প্রবেশিকা পরীক্ষা ছাড়াই পিএইচডি করার অনুমতি দেওয়া হোক”।

advertisement

বাংলা খবর/ খবর/Uncategorized/
75 Years Old Get Master Degree: দারিদ্রের জন্য পড়াশোনা বন্ধ হয়েছিল, ৭৫-এর বৃদ্ধের ৮টি বিষয়ে মাস্টার্স ডিগ্রি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল