TRENDING:

পঞ্চাশেও পঁচিশ? পুরুষদের বয়স ধরে রাখার টিপস

Last Updated:

শুধু মহিলা কেন? পুরুষদেরও সমানতালে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। নইলে ২৫-এই আপনি ৫০! কাজেই, আজ থেকেই সতর্ক হন--

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শুধু মহিলা কেন? পুরুষদেরও সমানতালে ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। নইলে ২৫-এই আপনি ৫০! কাজেই, আজ থেকেই সতর্ক হন--
advertisement

১) সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জলের সঙ্গে মধু আর লেবুর রস মিশিয়ে খেলে শরীর ঝরঝরে থাকে। ত্বকও মসৃণ হয়।

আরও পড়ুন- কাজে ফোকাস করতে পারছেন না? ডায়েটে রাখুন এই খাবারগুলো

২) ত্বক ভাল রাখতে বিভিন্ন ধরনের ফলের রস খুব উপকারী। টোম্যাটো, গাজর, কমলা, শসার রস খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।

advertisement

৩) জলে ভেজানো খেজুর ও ছোলা মিশিয়ে খেলে পেট পরিষ্কার থাকবে, ত্বক বুড়িয়ে যাবে না।

৪) পুরুষরা অনেক সময়েই ত্বক পরিষ্কার রাখেন না! এমনটা করবে না! বাড়ির বাইরে যাওয়ার আগে আর বাড়ি ফিরে আপনার ত্বকের উপযোগী কোনও ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। দিনের বেলায় সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।

আরও পড়ুন-হাঁটুর ব্যথা? চট করে কমানোর ৭টি ঘরোয়া উপায়

advertisement

৫) স্নানের আগে সারা শরীরে অলিভ অয়েল মেখে নিন।

৬) কর্মব্যস্ত পুরুষদের ১৫ দিন অন্তর একবার ফেশিয়াল করা উচিত। পার্লারে যাওয়ার সময় না পেলে, মধু ও লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। মুলতানি মাটিতে সামান্য গোলাপজল মিশিয়েও লাগাতে পারেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আরও পড়ুন- সাদা ডিম নাকি লালচে ডিম খাওয়া ভাল?

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পঞ্চাশেও পঁচিশ? পুরুষদের বয়স ধরে রাখার টিপস