কিন্তু এরকম সমস্যা কিন্তু সবসময় হয় না৷ তবে অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের নিজেদের ভুলেই ফোনের সংযোগ ঠিক মতো হয় না৷ তাই এমন কিছু পদ্ধতি জেনে রাখা ভাল, যেগুলির সাহায্যে সহজেই ফোন করার সময় এই হয়রানি থেকে মুক্তি পাওয়া যায়৷
আরও পড়ুন: মোবাইলের সিমের একটি কোনা কাটা থাকে কেন? ভেবে দেখেছেন কখনও!
advertisement
অনেক সময়ই দেখা যায় যে ফোন নেটওয়ার্ক কভারেজের মধ্যে থাকলেও কল করা যাচ্ছে না? এরকম হলে একটি খুবই প্রচলিত উপায় আপনি চেষ্টা করে দেখতে পারেন৷ ফোনে ফুল টাওয়ার দেখালেও কল না করতে পারলে ফোনটি একবার সুইচ অফ করে দিন৷ পাঁচ মিনিট পর ফের ফোন রিস্টার্ট করুন৷ অধিকাংশ ক্ষেত্রেই এর পর কল করতে অসুবিধে হয় না৷
আরও পড়ুন: মোবাইল তো ইংরাজি শব্দ! এর বাংলা অনুবাদ কী, মিলিয়ে দেখে নিন
আবার বহু ক্ষেত্রেই জরুরি কাজে থাকলে বা গেম খেলায় মগ্ন থাকলে আমরা ফোন সেটিংসে গিয়ে ডিএনডি অ্যাক্টিভেট করে দিই। কিন্তু পরে সেটি অফ করতে ভুলে যাই। এর পরে যখন আমরা কল করতে যাই, তখন আর কল হয় না। তাই ডিএনডি বা অ্যারোপ্লেন মোড অন করা রয়েছে কি না, তা একবার পরীক্ষা করে দেখএ নিন।
এর পরেও যদি কল করতে গিয়ে সমস্যা হয় তাহলে অবশ্যই পরিষেবা প্রদানকারী সংস্থার কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করুন। অথবা সংশ্লিষ্ট টেলিকম সংস্থার স্টোরে গিয়ে যোগাযোগ করুন।