TRENDING:

Mobile phone: কিছুতেই ফোন থেকে কল লাগছে না, একরাশ বিরক্তি? সিমে সমস্যা না কি আপনার ভুল, জেনে নিন

Last Updated:

অনেক সময়ই দেখা যায় যে ফোন নেটওয়ার্ক কভারেজের মধ্যে থাকলেও কল করা যাচ্ছে না? এরকম হলে একটি খুবই প্রচলিত উপায় আপনি চেষ্টা করে দেখতে পারেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফোন করতে অনেক সময়ই একরাশ বিরক্তি অপেক্ষা করে থাকে আমাদের জন্য৷ কারণ চেষ্টা করলেও যে নম্বরে ফোন করা হচ্ছে, সেই নম্বরে ফোনের সংযোগ পাওয়া যায় না৷
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

কিন্তু এরকম সমস্যা কিন্তু সবসময় হয় না৷ তবে অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের নিজেদের ভুলেই ফোনের সংযোগ ঠিক মতো হয় না৷ তাই এমন কিছু পদ্ধতি জেনে রাখা ভাল, যেগুলির সাহায্যে সহজেই ফোন করার সময় এই হয়রানি থেকে মুক্তি পাওয়া যায়৷

আরও পড়ুন: মোবাইলের সিমের একটি কোনা কাটা থাকে কেন? ভেবে দেখেছেন কখনও!

advertisement

অনেক সময়ই দেখা যায় যে ফোন নেটওয়ার্ক কভারেজের মধ্যে থাকলেও কল করা যাচ্ছে না? এরকম হলে একটি খুবই প্রচলিত উপায় আপনি চেষ্টা করে দেখতে পারেন৷ ফোনে ফুল টাওয়ার দেখালেও কল না করতে পারলে ফোনটি একবার সুইচ অফ করে দিন৷ পাঁচ মিনিট পর ফের ফোন রিস্টার্ট করুন৷ অধিকাংশ ক্ষেত্রেই এর পর কল করতে অসুবিধে হয় না৷

advertisement

আরও পড়ুন: মোবাইল তো ইংরাজি শব্দ! এর বাংলা অনুবাদ কী, মিলিয়ে দেখে নিন

আবার বহু ক্ষেত্রেই জরুরি কাজে থাকলে বা গেম খেলায় মগ্ন থাকলে আমরা ফোন সেটিংসে গিয়ে ডিএনডি অ্যাক্টিভেট করে দিই। কিন্তু পরে সেটি অফ করতে ভুলে যাই। এর পরে যখন আমরা কল করতে যাই, তখন আর কল হয় না। তাই ডিএনডি বা অ্যারোপ্লেন মোড অন করা রয়েছে কি না, তা একবার পরীক্ষা করে দেখএ নিন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এর পরেও যদি কল করতে গিয়ে সমস্যা হয় তাহলে অবশ্যই পরিষেবা প্রদানকারী সংস্থার কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করুন। অথবা সংশ্লিষ্ট টেলিকম সংস্থার স্টোরে গিয়ে যোগাযোগ করুন।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Mobile phone: কিছুতেই ফোন থেকে কল লাগছে না, একরাশ বিরক্তি? সিমে সমস্যা না কি আপনার ভুল, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল