২০২৩ সালে কী কী নতুন ফিচার যোগ করেছে WhatsApp, দেখে নেওয়া যাক এক নজরে—
লক চ্যাট—
ব্যবহারকারী চাইলে কোনও বিশেষ বা ব্যক্তিগত চ্যাট লুকিয়ে রাখতে পারেন। ফোন বেহাত হলেও কেউ সেই চ্যাট খুলে পড়তে পারবেন না, যতক্ষণ না সঠিক পাসকোড ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে ব্যবহার করা যাবে পাসকোড, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস অথেন্টিকেশন।
advertisement
সিক্রেট কোড—
এই বছরই WhatsApp-এ এসেছে এমন ফিচার যার সাহায্যে কোনও ব্যবহারকারী নির্দিষ্ট চ্যাট লুকিয়ে রাখতে পারবেন। সেক্ষেত্রে সিক্রেট কোড ব্যবহার করে ওই চ্যাট আনলক করা যাবে। ওই চার সংখ্যার কোড না জানলে লকড চ্যাট কেউ খুলে পড়তে পারবে না।
আরও পড়ুন: সঙ্গমের ইচ্ছে বাড়ায় এই সবজি! শীতে খান চিকিৎসকের পরামর্শ মেনে!
পিন মেসেজ—
বহু দিন ধরেই WhatsApp-এ কোনও গ্রুপ বা একক চ্যাট পিন করে রাখা যায় মূল ফিড-এ। এই বছর WhatsApp নিয়ে এসেছে এমন ফিচার যার সাহায্যে ব্যবহারকারী চাইলে কোনও মেসেজও আলাদা করে পিন করে রাখতে পারেন।
এইচডি ফোটো—
WhatsApp ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে WhatsApp এবার নিয়ে এসেছে এমন ফিচার যাতে ‘হাই-ডেফিনিশন’ ছবি পাঠাতে পারেন তাঁরা।
আরও পড়ুন: আপনার নামের প্রথম অক্ষর P, R, S, M অথবা H? ২০২৪ কেমন কাটবে? কেমন মানুষ ‘এঁরা’? জানুন
সায়লেন্স আননোন কল—
অচেনা অজানা নম্বর থেকে যদি কেউ WhatsApp-এ কল করেন, তাহলে আর ব্যবহারকারীর কাছে কোনও নোটিফিকেশন যাবে না। এমনই ফিচার এনেছে সংস্থা।
WhatsApp চ্যানেল—
২০২৩ সালের সব থেকে বড় সংযোজন বোধহয় WhatsApp চ্যানেল। এর সাহায্যে যেকোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেদের চ্যানেল তৈরি করে নিতে পারবেন। ফলে তাঁর অনুরাগীরা সেখান থেকেই তাঁর সম্পর্কে বিস্তারিত খবরাখবর পেয়ে যাবেন।