TRENDING:

Year Ender 2023: ২০২৩ সালে বড় বদল WhatsApp-এ! কী কী সুবিধা পেলেন ব্যবহারকারীরা? জানুন

Last Updated:

Year Ender 2023: ২০২৩ সালের শেষ প্রান্তে এসে মুঠোয় বন্দি যোগাযোগ মাধ্যমের এই হাতিয়ারটি হয়ে উঠেছে আরও শানিত। বিশেষত ক্রমশ বেড়ে চলা সাইবার অপরাধ ও জালিয়াতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে একাধিক পদক্ষেপ করেছে Meta-অধীনস্থ সংস্থাটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
WhatsApp: দিন যত গড়াচ্ছে সারা বিশ্বে অপরিহার্য হয়ে উঠছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp। গত এক বছরে সংস্থার তরফে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করার জন্য নানা পদক্ষেপ করা হয়েছে। নানা ধরনের ফিচার যুক্ত করা হয়েছে। তার ফলে ২০২৩ সালের শেষ প্রান্তে এসে মুঠোয় বন্দি যোগাযোগ মাধ্যমের এই হাতিয়ারটি হয়ে উঠেছে আরও শানিত। বিশেষত ক্রমশ বেড়ে চলা সাইবার অপরাধ ও জালিয়াতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে একাধিক পদক্ষেপ করেছে Meta-অধীনস্থ সংস্থাটি।
advertisement

২০২৩ সালে কী কী নতুন ফিচার যোগ করেছে WhatsApp, দেখে নেওয়া যাক এক নজরে—

লক চ্যাট—

ব্যবহারকারী চাইলে কোনও বিশেষ বা ব্যক্তিগত চ্যাট লুকিয়ে রাখতে পারেন। ফোন বেহাত হলেও কেউ সেই চ্যাট খুলে পড়তে পারবেন না, যতক্ষণ না সঠিক পাসকোড ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে ব্যবহার করা যাবে পাসকোড, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস অথেন্টিকেশন।

advertisement

সিক্রেট কোড—

এই বছরই WhatsApp-এ এসেছে এমন ফিচার যার সাহায্যে কোনও ব্যবহারকারী নির্দিষ্ট চ্যাট লুকিয়ে রাখতে পারবেন। সেক্ষেত্রে সিক্রেট কোড ব্যবহার করে ওই চ্যাট আনলক করা যাবে। ওই চার সংখ্যার কোড না জানলে লকড চ্যাট কেউ খুলে পড়তে পারবে না।

আরও পড়ুন: সঙ্গমের ইচ্ছে বাড়ায় এই সবজি! শীতে খান চিকিৎসকের পরামর্শ মেনে!

advertisement

পিন মেসেজ—

বহু দিন ধরেই WhatsApp-এ কোনও গ্রুপ বা একক চ্যাট পিন করে রাখা যায় মূল ফিড-এ। এই বছর WhatsApp নিয়ে এসেছে এমন ফিচার যার সাহায্যে ব্যবহারকারী চাইলে কোনও মেসেজও আলাদা করে পিন করে রাখতে পারেন।

এইচডি ফোটো—

WhatsApp ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে WhatsApp এবার নিয়ে এসেছে এমন ফিচার যাতে ‘হাই-ডেফিনিশন’ ছবি পাঠাতে পারেন তাঁরা।

advertisement

আরও পড়ুন: আপনার নামের প্রথম অক্ষর P, R, S, M অথবা H? ২০২৪ কেমন কাটবে? কেমন মানুষ ‘এঁরা’? জানুন

সায়লেন্স আননোন কল—

অচেনা অজানা নম্বর থেকে যদি কেউ WhatsApp-এ কল করেন, তাহলে আর ব্যবহারকারীর কাছে কোনও নোটিফিকেশন যাবে না। এমনই ফিচার এনেছে সংস্থা।

WhatsApp চ্যানেল—

advertisement

২০২৩ সালের সব থেকে বড় সংযোজন বোধহয় WhatsApp চ্যানেল। এর সাহায্যে যেকোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেদের চ্যানেল তৈরি করে নিতে পারবেন। ফলে তাঁর অনুরাগীরা সেখান থেকেই তাঁর সম্পর্কে বিস্তারিত খবরাখবর পেয়ে যাবেন।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Year Ender 2023: ২০২৩ সালে বড় বদল WhatsApp-এ! কী কী সুবিধা পেলেন ব্যবহারকারীরা? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল