ইন্টারনেটের দৌলতে এক দশকেরও বেশি সময় ধরে Wikipedia মানুষকে জানাচ্ছে নানা তথ্য। আঙুলের চাপেই চোখের সামনে খুলে যাচ্ছে হাজার হাজার তথ্য। মানুষের এই তথ্য জানার আগ্রহকে কুর্নিশ জানাতে প্রতি বছরই Wikimedia Foundation একটা সমীক্ষা চালায়, সেখানে দেখা হয়, সারা বছর মানুষের আগ্রহ কোথায় ছিল। অর্থাৎ Wikipedia-তে সব থেকে বেশি কোন বিষয়টির খোঁজ করেছেন বিশ্বের মানুষ।
advertisement
আরও পড়ুন: সারারাত মোবাইলে চোখ? শরীরে বাসা বাঁধছে কোন সর্বনাশ! প্রতিকারের উপায় জানালেন চিকিত্সক
এবছরও তেমনই হয়েছে। আর প্রত্যাশিত ভাবেই সব থেকে বেশি সার্চ করা হয়েছে জেনারেটিভ AI সম্পর্কে জানতে। এছাড়া ক্রিকেট, চলচ্চিত্র থেকে রাজনীতি সবই রয়েছে মানুষের আগ্রহের তালিকায়। সামগ্রিক ভাবে ইংরিজি Wikipedia-তে এবছর এখনও পর্যন্ত প্রায় ৮৪ বিলিয়ন ‘ভিউ’ হয়েছে।
গত মঙ্গলবার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। মূলত ২৮ নভেম্বরের হিসেব অনুযায়ী এই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম ২৫টি আগ্রহের বিষয়ে কেমন প্রবণতা দেখে নেওয়া যাক—
১. ChatGPT: ৪৯,৪৯০,৪০৬ বার।
২ Deaths in 2023: ৪২,৬৬৬,৮৬০ বার।
৩. 2023 Cricket World Cup: ৩৮,১৭১,৬৫৩ বার।
৪. Indian Premier League: ৩২,০১২,৮১০ বার।
৫. Oppenheimer(film): ২৮,৩৪৮,২৪৮ বার।
৬. Cricket World Cup: ২৫,৯৬১,৪১৭ বার।
৭. J. Robert Oppenheimer: ২৫,৬৭২,৪৬৯ বার।
৮. Jawan (film): ২১,৭৯১,১২৬ বার।
৯. 2023 Indian Premier League: ২০,৬৯৪,৯৭৪ বার।
১০. Pathaan (film): ১৯,৯৩২,৫০৯ বার।
১১. The Last of Us (TV series): ১৯,৭৯১,৭৮৯ বার।
১২. Taylor Swift: ১৯,৪১৮,৩৮৫ বার।
১৩. Barbie (film): ১৮,০৫১,০৭৭ বার।
১৪. Cristiano Ronaldo: ১৭,৪৯২,৫৩৭ বার।
১৫. Lionel Messi: ১৬,৬২৩,৬৩০ বার।
১৬. Premier League: ১৬,৬০৪,৬৬৯ বার।
১৭. Matthew Perry: ১৬,৪৫৪,৬৬৬ বার।
১৮. United States: ১৬,২৪০,৪৬১ বার।
১৯. Elon Musk: ১৪,৩৭০,৩৯৫ বার।
২০. Avatar: The Way of Water: ১৪,৩০৩,১১৬ বার।
২১. India: ১৩,৮৫০,১৭৮ বার।
২২. Lisa Marie Presley: ১৩,৭৬৪,০০৭
২৩. Guardians of the Galaxy Vol.3: ১৩,৩৯২,৯১৭ বার।
২৪. Russian invasion of Ukraine: ১২,৭৯৮,৮৬৬
২৫. Andrew Tate: ১২,৭২৮,৬১৬ বার
আগামী ৩ জানুয়ারি এই তালিকায় আরও কিছু সংযোজন করে সর্বশেষ রিপোর্ট দেওয়া হবে।