TRENDING:

কেন চার্জারের সঙ্গে ছোট তার দেয় কোম্পানি? এতে লাভ কার, জেনে নিন

Last Updated:

Mobile Charger: কেন মোবাইল চার্জারে ছোট তার দেওয়া হয় এখন, জেনে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: যে কোনো ফোনের জন্য চার্জার খুবই গুরুত্বপূর্ণ। এটি ছাড়া ফোন চার্জ করা যাবে না। আপনি প্রায় প্রতিটি ফোন বক্সে একটি চার্জার পাবেন। তবে এই চার্জারগুলির সঙ্গে থাকা তার বেশিরভাগ ক্ষেত্রে খুব ছোট।
advertisement

ছোট তার হওয়ায় অনেক সময় চার্জিং-এর সময় ফোন ব্যবহার করতে সমস্যায় পড়তে হয়। ছোট তারের জন্য সমস্যা হলেও আসলে এতে আপনারই উপকার। মোবাইল কোম্পানিগুলি ইচ্ছাকৃতভাবে চার্জারে ছোট তার দেয়।

আরও পড়ুন- ফ্রি এর দিন শেষ! এবার Google-এ কিছু সার্চ করতে দিতে হবে টাকা

আসলে, মোবাইল কোম্পানিগুলি ফোনের চার্জারের তার ছোট করে দেয় যাতে আপনি আপনার ফোনটিকে চার্জ করার সময় বেশিক্ষণ ব্যবহার করতে না পারেন।

advertisement

চার্জ করার সময় ফোন ব্যবহার করলে এর ব্যাটারি দ্রুত ড্রেন হয়ে যায়। শুধু তাই নয়, চার্জ করার সময় মোবাইল ব্যবহার করলেও ফোন গরম হয়ে যায়। এ ছাড়া ফোনটি চার্জিং এ রেখে ব্যবহার করলে চার্জ হতে অনেক সময় লাগে।

বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, চার্জ করার সময় মোবাইলের ব্যাবহারের ফলে ব্যাটারি ফেটে গিয়েছে। চার্জ করার সময় মোবাইল ব্যবহার করলে ফোনের ব্যাটারি ব্যাকআপও কমে যায়।

advertisement

আরও পড়ুন- গরমে এসি চলুক দীর্ঘক্ষণ! কয়েকটি নীতি মেনে চললেই কমবে খরচের ধাক্কা

কয়েক বছর আগেও চার্জারের তার অনেকটাই লম্বা হত। তবে সময়েরজানতে পেরেছে প্রতিটি সংস্থা। চার্জের সময় ফোন ব্যবহার করার ফলে ফোনের ব্যাটারিতে সমস্যা শুরু হয়। এর পর গ্রাহকরা ব্যাটারি নষ্ট হওয়ার বিষয়ে কোম্পানিগুলোর কাছে অভিযোগ করতে শুরু করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একের পর অভিযোগের পর কোম্পানিগুলি আসল কারণ খুঁজতে শুরু করে। তার পর ঠিক করা হয়, চার্জারের তার ছোট করে দেওয়া হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
কেন চার্জারের সঙ্গে ছোট তার দেয় কোম্পানি? এতে লাভ কার, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল