অ্যাপল তার ব্লগে বলেছে যে, যদি ফোনের চার্জিং বন্ধ হয়ে যায়, তাহলে নিশ্চিত হয়ে নিতে হবে যে ফোনটিকে আসল চার্জার দিয়ে প্লাগ করা হয়েছে যা ফোন কেনার সময়ে আসল বক্সের সঙ্গে দেওয়া হয়েছিল।
এছাড়াও, নিশ্চিত করতে হবে যে, ফোনটি কোনও ওয়াল পাওয়ার সকেট, কম্পিউটার বা অ্যাপলের পাওয়ারের অন্যান্য আনুষাঙ্গিক প্লাগের সঙ্গে সংযুক্ত রয়েছে।
advertisement
এছাড়াও আমাদের ডিভাইসের নিচে চার্জিং পোর্টে কোনও ময়লা থাকলে সেটিও সাফ করতে হবে, তারপর আমাদের ডিভাইসে চার্জিং কেবলটি শক্ত ভাবে প্লাগ করতে হবে৷
আরও পড়ুন: WhatsApp এনেছে নতুন ভিডিও নোট মোড! কী কী বাড়তি সুবিধা পাবেন, সবটা জেনে নিন
আরও পড়ুন: ইনস্টাগ্রামে ব্লক করেছে প্রিয়জন? বুঝবেন কী ভাবে? সহজ ৫ টিপসেই সবটা বুঝে যাবেন
এই সেটিংয়ের সামান্য ভুলের কারণেও অনেক সময় চার্জিং ৮০%-এ বন্ধ হয়ে যায়।
আইওএস ১৩ এবং পরবর্তী ডিভাইসে অপ্টিমাইজ করা ব্যাটারি চার্জিং ব্যবহারের সময় আইফোন দৈনন্দিন চার্জিং রুটিন বোঝার জন্য অন-ডিভাইস মেশিন লার্নিং ব্যবহার করে। তাই যদি কারও ফোন ৮০% চার্জ থাকা অবস্থায় সবসময় বন্ধ হয়ে যায় তবে এমনটি হতে পারে যে, ফোনের সেটিংসে অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং অপশনটি এনেবল করা আছে।
চার্জ করার সময় আমাদের আইফোন কিছুটা গরম হতে পারে। ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য, ফোনের সফ্টওয়্যারটি খুব গরম হয়ে গেলে ৮০%-এর উপরে চার্জ হওয়া থেকে বিরত রাখাই ভাল। একবার তাপমাত্রা কমে গেলে, আইফোন আবার চার্জ করা শুরু করবে। এছাড়াও আইফোন এবং চার্জারকে ঠান্ডা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা যেতে পারে।
