আরও পড়ুন:
WhatsApp-এর এই ফিচারটি ইউজাররা সেটিংসে গিয়ে সেট করতে পারেন। এর মাধ্যমে মেসেজিং অ্যাপ WhatsApp স্বয়ংক্রিয়ভাবে অচেনা ও অজানা নম্বরগুলি থেকে আসা কলগুলিকে সাইলেন্স করে যা ইউজারদের কন্টাক্টে নেই। এই ফিচার প্রথমে অ্যান্ড্রয়েডের বিটা ভার্সনের জন্য প্রকাশিত হয়েছিল। কিন্তু, এখন এটি অ্যান্ড্রয়েড এবং iOS-এর সমস্ত WhatsApp ইউজারদের জন্য প্রকাশ্যে আনা হচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক অচেনা ও অজানা WhatsApp কলগুলিকে সাইলেন্স করার উপায়।
advertisement
ইউজাররা এই কয়েকটি উপায়ের মাধ্যমে অজানা WhatsApp কলগুলিকে সাইলেন্ট করতে পারেন –
স্টেপ ১ – এর জন্য প্রথমেই WhatsApp-এর উপরে ডানদিকে থাকা তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।
স্টেপ ২ – এরপর WhatsApp-এর Setting অপশনে যেতে হবে।
স্টেপ ৩ – এরপর Privacy অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৪ – এরপর স্ক্রল ডাউন করে Calls অপশনে যেতে হবে।
স্টেপ ৫ – এরপর Silence unknown callers এনেবল করতে হবে।
স্টেপ ৬ – এরপর মূল WhatsApp ফিডে ফিরে যেতে হবে।
WhatsApp-এর স্ক্যাম কলের সংখ্যা কমাতে এই ফিচার চালু করা হয়েছে, যা একটি গুরুতর সমস্যা হয়ে উঠেছে। অনেক WhatsApp ইউজার আন্তর্জাতিক নম্বর থেকে কল পাওয়ার বিষয়ে অভিযোগ করেছেন, যাঁরা ইউজারদের লক্ষ্য করে বিভিন্ন স্ক্যাম করছে। এবার, অজানা কলারদের সাইলেন্ট করার এই ফিচার, এই ধরনের ঘটনা এড়াতে কাজে আসবে।
আরও পড়ুন: আসছে iPhone 15 সিরিজ ! ক্যামেরা থেকে লুক থাকছে বিরাট চমক! Apple-এর তথ্য ফাঁস!
WhatsApp-এর তরফে জানানো হয়েছে যে, এই ফিচারটি সক্রিয় করা হলে অজানা কলারদের কল সাইলেন্ট হয়ে যাবে। কিন্তু, ইউজাররা একটি কল বিজ্ঞপ্তি এবং বিশদ তথ্য পাবেন, যাতে ইউজাররা সেভ না থাকা নম্বরগুলি থেকে কোনও গুরুত্বপূর্ণ কল মিস না করেন। WhatsApp-এর নতুন আপডেট এই সপ্তাহে চালু হচ্ছে। তাই ইউজারদের নতুন ফিচার পেতে কয়েক দিন সময় লাগতে পারে। ইউজারদের নিজেদের Android বা iOS ডিভাইসের অ্যাপ স্টোর থেকে WhatsApp-এর আপডেট চেক করতে হবে।