TRENDING:

Whatsapp: ফোন হাতে নিয়েও আপনার চ্যাট পড়তে পারবে না কেউ! হোয়াটসঅ্যাপের সিক্রেট কোড ফিচার জানেন কি?

Last Updated:

Whatsapp: ফোনটাই যদি বন্ধুবান্ধব বা অন্য কারও হাতে পড়ে তাহলে? এ কথা মাথায় রেখেই ব্যক্তিগত চ্যাটের সুরক্ষায় বেশ কিছু সিকিউরিটি ফিচার চালু করেছে মেসেজিং অ্যাপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হোয়াটসঅ্যাপের সব চ্যাটই ‘এন্ড টু এন্ড এনক্রিপ্টেড’। অন্য কেউ দেখতে পায় না। কিন্তু ফোনটাই যদি বন্ধুবান্ধব বা অন্য কারও হাতে পড়ে তাহলে? এ কথা মাথায় রেখেই ব্যক্তিগত চ্যাটের সুরক্ষায় বেশ কিছু সিকিউরিটি ফিচার চালু করেছে মেসেজিং অ্যাপ।
News18
News18
advertisement

ইউজাররা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ব্যক্তিগত চ্যাট লক করতে পারেন। কিন্তু এতে একটা ফাঁক রয়েছে। ফোন লক করতে যে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়, তা দিয়েই এই চ্যাট লক করতে হয়। সুতরাং কেউ যদি ফোন আনলক করতে পেরে যায়, তাহলে সব চ্যাট তার হাতের মুঠোয়।

আরও পড়ুন: সকাল সকাল গরম জলে মিশিয়ে খান এই জিনিস…মোমের মতো গলে যাবে মেদ! শরীর থেকে ছেঁকে বের করবে ‘ময়লা’

advertisement

এই সব ফাঁকফোকর বুজিয়ে ব্যক্তিগত চ্যাটকে ফুলপ্রুফ রাখতে নয়া সিকিউরিটি ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। এর নাম ‘সিক্রেট কোড’ ফিচার। অ্যান্ড্রয়েড এবং আইওএস, উভয় সিস্টেমেই কাজ করবে এই ফিচার। কীভাবে হোয়াটসঅ্যাপে এই ফিচার চালু করবেন ইউজার? কী কী সুবিধা মিলবে? দেখে নেওয়া যাক।

সিক্রেট কোড ফিচার কী: সিক্রেট কোড ফিচারের মাধ্যমে ইউজার লকড চ্যাটে কাস্টম পাসওয়ার্ড সেট করতে পারেন। এমনকী নিজের পছন্দমতো নামও দেওয়া যায়। অ্যাপের উপরের দিকে থাকবে এই লকড চ্যাট। ফোন যদি অন্য কারও হাতে পড়েও, এই সব চ্যাট তাঁর পক্ষে খুঁজে পাওয়া মুশকিল। আর যদি পেয়েও যান, তাহলেও সিক্রেট কোড ছাড়া খুলবে না। ভুল কোড টাইপ করলে চ্যাট লক অবস্থাতেই থাকবে। অন্য কোনওভাবেই সেই চ্যাটের নাগাল পাওয়া যাবে না।

advertisement

সিক্রেট কোড সেটআপ: সিক্রেট কোড ফিচার ব্যবহারের জন্য আগে ডিভাইসের কিছু চ্যাট লক করতে হবে। এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। এবার ইউজার যে চ্যাট লক করতে চান, সেটাতে প্রেস এবং হোল্ড করবেন। চ্যাট সিলেক্ট হয়ে গেলে স্ক্রিনের উপরের ডান দিকে থ্রি ডটস মেনুতে ক্লিক করতে হবে। এখানে ‘লক চ্যাট’ অপশন আসবে। তাতে ক্লিক করতে হবে। এরপর কন্টিনিউ-তে ট্যাপ করতে হবে ইউজারকে। সবার শেষে বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক) দিয়ে অথেন্টিকেট করতে হবে। তাহলেই চ্যাট লক হয়ে যাবে। ইউজার ‘চ্যাটস’ ট্যাব থেকে সোয়াইপ করে ‘লকড চ্যাটস’ সিলেক্ট করে সেগুলো খুলতেও পারবেন। এবার সিক্রেট কোড সেট আপের পালা।

advertisement

আরও পড়ুন: এক ফোঁটাও জল লাগবে না, ওয়াশিং মেশিনও দরকার নেই! ৫ উপায়ে পরিষ্কার করুন লেপ, কম্বল, মিনিটে সাফ সমস্ত ধুলো-ময়লা

প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে ‘লকড চ্যাটস’ ফোল্ডারে যেতে হবে।

এবার ক্লিক করতে হবে স্ক্রিনের উপরে ডান দিকের কোণে থ্রি ডটসে।

‘চ্যাট লক সেটিংস’-এ ক্লিক করতে হবে।

advertisement

বেশ কিছু অপশন আসবে। এর মধ্যে থেকে ‘সিলেক্ট কোড’ অপশনে ক্লিক করতে হবে।

এখানে ইউজার তাঁর পছন্দ মতো কোড দেবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

কোডটি পুনরায় দিতে বলবে হোয়াটসঅ্যাপ। সেই মতো ফের কোড দিয়ে ‘ডান’ অপশনে ক্লিক করতে হবে। ব্যস, তাহলেই লকড চ্যাটে সিক্রেট কোড ফিচার সেটআপ হয়ে যাবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Whatsapp: ফোন হাতে নিয়েও আপনার চ্যাট পড়তে পারবে না কেউ! হোয়াটসঅ্যাপের সিক্রেট কোড ফিচার জানেন কি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল