TRENDING:

WhatsApp New Feature: দারুণ খবর ! এবার থেকে একাধিক ফোনে খোলা যাবে নিজের হোয়াটসঅ্যাপ

Last Updated:

শুধুমাত্র একটা নয়, একাধিক ফোনে এবার থেকে নিজেদের হোয়াটসঅ্যাপ অন রাখতে পারবেন গ্রাহকরা ৷ কারণ হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন ফিচার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: স্মার্টফোন ব্যবহার করেন আর হোয়াটসঅ্যাপ করেন না ৷ এমন মানুষের সংখ্যা পৃথিবীতে এখন খুবই কম ৷ এবার সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্যই দারুণ খবর ৷ কারণ শুধুমাত্র একটা নয়, একাধিক ফোনে এবার থেকে নিজেদের হোয়াটসঅ্যাপ অন রাখতে পারবেন গ্রাহকরা ৷ কারণ হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন ফিচার ৷ যার মাধ্যমে এটা করা সম্ভব ৷
advertisement

সব ফোনেই একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট হবে ৷ এবং আপনার ব্যক্তিগত মেসেজ, মিডিয়া ফাইল এবং কল রেকর্ডগুলিতে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে ৷ সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে ৷

আরও পড়ুন- আইপিএলে ফের তাক লাগালেন সুন্দরী কন্যে! ছিনিয়ে নিলেন জাতীয় ক্রাশের তকমা! কী তাঁর পরিচয়?

এর পাশাপাশি এবার থেকে হোয়াটসঅ্যাপে সেভ রাখা যাবে ডিসঅ্যাপিয়ারিং মেসেজও ৷ কিছুদিন আগেই তার পদ্ধতি জানিয়েছিলেন জুকেরবার্গ ৷ ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, হোয়াটসঅ্যাপে অনেকেই এই ফিচার ব্যবহার করেন। আপনি যদি চান আপনার পাঠানো কোনও মেসেজ নির্দিষ্ট সময়ের পর নিজে থেকেই ডিলিট হয়ে যাক, তাহলে এই ফিচার ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে চাইলেও সেই সময় পেরিয়ে গেলে আর হাপিস হয়ে যাওয়া বার্তাটি যিনি পাচ্ছেন, তিনি এর আগে পড়তে পারতেন না। কারণ এই মেসেজ গুলির একটি এক্সপায়ারি ডেট থাকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

এবার ধরুন এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজগুলির মধ্যে কোনওটি আপনি নিজের কাছে সেভ রাখতে চান, তাহলে সেই উপায়ও আনছে হোয়াটসঅ্যাপ। ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গ এই বার্তা শেয়ার করেছেন।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp New Feature: দারুণ খবর ! এবার থেকে একাধিক ফোনে খোলা যাবে নিজের হোয়াটসঅ্যাপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল