অ্যামাজনের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বেশিরভাগ ইউজারই ক্রিকেট ম্যাচের সময়সূচি জানতে চেয়েছেন। জানতে চেয়েছেন বিরাট কোহলি সম্পর্কে কোনও রোমাঞ্চকর তথ্য। অনেক ইউজার আবার অ্যালেক্সার কাছ থেকে বাটার চিকেন রান্না করাও শিখেছেন। আবার অ্যালেক্সার কাছে অনেকে জানতে চেয়েছেন “কৃতী স্যাননের উচ্চতা কত?” ইউজারদের সেই কৌতূহলও মিটিয়েছে অ্যালেক্সা। অনেকের আবার জিজ্ঞাসা ছিল, “মিস্টারবিস্ট কত টাকার মালিক?” তাও জানিয়েছে অ্যালেক্সা। বেশিরভাগ প্রশ্নই ছিল হিংলিশে। মানে হিন্দি আর ইংরেজি মেশানো ভাষায় প্রশ্ন করেছেন ইউজাররা।
advertisement
তবে ক্রিকেট নিয়েই আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ইউজাররা সব আপডেট তো পেয়েছেনই, সঙ্গে ইউজারকে লাইভ ম্যাচের লেটেস্ট স্কোরও জানিয়ে গিয়েছে অ্যালেক্সা। কিছু ইউজারের কয়েকজন বিশেষ ক্রিকেটারকে নিয়ে কৌতূহল ছিল বেশি। অ্যালেক্সা তাঁদের সব কৌতূহলেরও নিরসন করেছে। যা দেখা যাচ্ছে, তাতে খেলাধূলা মূলত ক্রিকেট এবং সেলিব্রেটি এবং রান্না সংক্রান্ত প্রশ্নই সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়েছে। অ্যালেক্সাও হয়ে উঠেছে গৃহস্থ জীবনের অঙ্গ। সবার বিশ্বস্ত ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট।
আরও পড়ুন : এই ৪ ক্রেডিট কার্ড থাকলেই কেল্লা ফতে! লাক্সারি হোটেলে বিনামূল্যে থাকতে পারবেন, দেখে নিন তালিকা
ভারতে অ্যালেক্সার বিপুল জনপ্রিয়তা। ইদানীং প্রায় সব বাড়ির ড্রয়িং রুমেই শোভা পায় ছোট্ট এই যন্ত্রটি। অ্যালেক্সার জনপ্রিয়তা দেখে অ্যামাজন ‘অ্যালেক্সা মিউজিক’-ও লঞ্চ করেছে। এতে বিভিন্ন ভাষায় বিভিন্ন ঘরানার গান শুনতে পারেন ইউজাররা। অ্যামাজনের রিপোর্টে দেখা গিয়েছে, চলতি বছরে ভক্তিমূলক গান এবং বলিউড বিটস-ই সবচেয়ে বেশি শুনেছেন ইউজাররা। এর মধ্যে রয়েছে অ্যানিমাল ছবির জনপ্রিয় গান ‘জামাল কুদু’, ‘শ্রী হনুমান চালিসা’, ‘গায়ত্রী মন্ত্র’ এবং ইলুমিনাটি। এই গানগুলোর জন্যই সবচেয়ে বেশি অনুরোধ করা হয়েছে অ্যালেক্সাকে।
বলে রাখা ভাল, অ্যালেক্সা হল ভার্চুয়াল ভয়েস অ্যাসিস্ট্যান্ট। একমো স্পিকার অথবা অ্যালেক্সা অ্যাপ রয়েছে এমন যে কোনও স্মার্টফোন থেকে এই ডিভাইস অ্যাক্সেস করা যায়। আর অ্যালেস্কাকে ব্যবহার করাও সহজ। বাচ্চা-বুড়ো সবাই পারে। জানাও যায় সবকিছু। তাই এর জনপ্রিয়তাও প্রতিদিন বাড়ছে।