ভারতে এই সিরিজের দাম শুরু হতে পারে ৩৮,০০০ টাকা থেকে। চিনে Vivo X50-র 8GB+128GB ভেরিয়েন্টের দাম ২,৪৯৮ ইউয়ান (প্রায় ৩৭,০০০ টাকা)। Vivo X50 pro-র 8GB+128GB ভেরিয়েন্টের দাম ৪,২৯৮ ইউয়ান (প্রায় ৪৫,৬০০ টাকা) আর 8GB+256GB ভেরিয়েন্টের দাম ৪,৬৯৮ ইউয়ান (প্রায় ৪৯,৮০০ টাকা)।
advertisement
Vivo X50 সিরিজ স্পেসিফিকেশন: Vivo X50 আর Vivo X50 pro এই দুটি স্মার্টফোনই বেশ কিছুটা একই রকম। ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (2376×1080 পিক্সেল) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। ফোনের ভিরতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর। এই দুটি ফোনেই অ্যান্ড্রয়েড ১০-এর উপরে চলবে কোম্পানির ফানটাচ অপারেটিং সিস্টেম।
ক্যামেরা: Vivo X50 ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। তাতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল আর ৫ মেগাপিক্সেল ক্যামেরা। আর Vivo X50 Pro-তে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল আর ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফির জন্য দুটি ফোনেই রয়েছে f/2.4 অ্যাপারচারের সঙ্গে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Vivo X50 ফোনে পাওয়ারের জন্য রয়েছে ৪,২০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আর Vivo X50 Pro-এর ভিরতে রয়েছে ৪,৩১৫ এমএএইচ ব্যাটারি। এতেো রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
