TRENDING:

Vivo-র নতুন ফোল্ডেবল ফোন! Samsung, Oppo-র প্রতিযোগিতা বেড়ে গেল

Last Updated:

vivo x flip: ফোল্ডেবল ফোন! দেখার মতো জিনিস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এবার Vivo ফোল্ডেবল স্মার্টফোনের রাজ্যে আনছে নতুন সদস্য।
advertisement

Vivo এবার লঞ্চ করতে চলেছে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন। আগেই এই সাম্রাজে পা রেখেছে Oppo Find N Flip এবং Samsung Galaxy Z Flip 4। এটিও তেমনই একটি কমপ্যাক্ট ফোল্ডেবল ফোন, নাম— Vivo X Flip। ফোনটিতে ক্ল্যামশেল ডিজাইন রাখা হয়েছে।

ফোনের সামনের আনুভূমিক স্ক্রিনে কল এবং নোটিফিকেশন দেখা যাবে। সামনের প্যানেল দেওয়া হচ্ছে দু’টি ক্যামেরাও। এই ফোনেও Galaxy Z Flip 4 এবং Oppo Find N2-এর মতো ক্যামেরা সিস্টেম ব্যবহার করা হয়েছে।

advertisement

আরও পড়ুন- Goolge, Youbute! সাদা চোখে ধরতে পারবেন না, ইন্টারনেটে লোক ঠকানোর নতুন ফাঁদ

Vivo তার দ্বিতীয় প্রজন্মের Vivo X Fold 2-ও লঞ্চ করেছে। দু’টি ফোনই চিনা স্মার্টফোন বাজারের জন্য চালু করা হয়েছে। কিন্তু সারা বিশ্বের কাছে কবে আসবে এই ফোন, তা এখনও বিস্তারিত জানান হয়নি।

দু’টি স্টোরেজ অপশন—

advertisement

Vivo X Flip ফোনটিতে পাওয়া যাবে দু’টি স্টোরেজ অপশন। চিনে এই ফোনের দাম ধার্য করা হয়েছে ৫,৯৯৯ CNY, ভারতীয় মুদ্রায় প্রায় ৭১,৬০০ টাকা। এই দামে পাওয়া যাচ্ছে ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ।

১২ জিবি RAM এবং ৫১২ জিবি স্টোরেজ-সহ সব থেকে দামি মডেলটি পাওয়া যাচ্ছে ৬,৬৯৯ CNY বা প্রায় ৮০,০০০ টাকায়। Samsung Galaxy Z Flip 4-এর মতোই, নতুন Vivo ফোল্ডিং স্মার্টফোনটি পাওয়া যাবে কালো, সোনালি ও পার্পল রঙে।

advertisement

Vivo X Flip কবে সারা বিশ্বের হাতে আসবে, সে সম্পর্কে এখনও কিছুই জানায়নি সংস্থাটি। মূলত চিনা গ্রাহকদের কথা ভেবেই শুধু সেদেশে আবদ্ধ রাখা হয়েছে এর বিক্রয়। ২০২১ সালে Oppo প্রথম Oppo Find N বাজারে এনেছিল। তারাও শুধু চিনেই আবদ্ধ রেখেছিল তাদের বিক্রয়। চলতি বছর বিশ্ব বাজারে লঞ্চ করা হয়েছে সেই ফোনটি।

advertisement

ফিচার—

Vivo X Flip আউটার ডিসপ্লে প্রায় তিন ইঞ্চি AMOLED স্ক্রিন-সহ। এই মুহূর্তে বাজারে যেসব ফোল্ডেবল স্মার্টফোন রয়েছে তার থেকে বড়। কিন্তু এর রেজোলিউশন মাত্র ৬৮২×৪২২ পিক্সেল এবং রিফ্রেশ রেট।

সম্পূর্ণ খোলার পর ব্যবহারকারীরা একটি ৬.৭-ইঞ্চি লম্বা ডিসপ্লে পাবেন, যার রিফ্রেশ রেট ১২০Hz পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে ২,৫২০×১,০৮০ পিক্সেল রেজোলিউশনও থাকবে।

বছরের শেষ নাগাদ লঞ্চের সম্ভাবনা—

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে মনে করা হচ্ছে Vivo চলতি বছরেই ভারতে লঞ্চ করতে পারে একটি ফোল্ডিং ডিভাইস। যদিও এটি শুধুই অনুমান মাত্র। এদিকে জানা গিয়েছে শীঘ্রই ভারতে Vivo X90 সিরিজ চালু করার পরিকল্পনা করছে সংস্থা।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Vivo-র নতুন ফোল্ডেবল ফোন! Samsung, Oppo-র প্রতিযোগিতা বেড়ে গেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল