TRENDING:

ভালোবাসার বিশেষ উপহার! ভোডাফোন আইডিয়া দিচ্ছে ৫ জিবি অতিরিক্ত ডেটা

Last Updated:

Vodafone Vi ব্যবহারকারীদের জন্য সুখবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চলছে ভ্যালেন্টাইন্স সপ্তাহ। প্রায় সকলেই তাঁদের প্রিয়জনের দৃষ্টি আকর্ষণ করা নতুন উপায় খুঁজছেন। মনের মানুষকে মুগ্ধ করার মতো কিছু উপহার দিয়ে খুশি করতে চাইছেন। কিন্তু এ সব কিছুর জন্যই খুব গুরুত্বপূর্ণ নিয়মিত যোগাযোগ।
advertisement

তাই এমন একটি ভালোবাসায় ভরা সপ্তাহে থাকছে একটি বিশেষ অফার, যা অনর্গল কথা বলে যাওয়ার মাঝখানে কোনও বাধা তৈরি করবে না। আসলে, ভোডাফোন আইডিয়া তার গ্রাহকদের দিচ্ছে ৫জিবি ডেটার সুবিধা দিচ্ছে।

আরও পড়ুন- এআই চ্যাটবট কি বহু মানুষের চাকরি কেড়ে নেবে? Reddit-এর রিপোর্ট কী বলছে!

এই অফারটি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে চালু করা হয়েছে। তবে এই অফার শুধুমাত্র VodafoneIdea প্রিপেইড গ্রাহকরা পাবেন। বিনামূল্যে ইন্টারনেট ডেটা ছাড়াও ভোডাফোন আয়োজন করেছে ‘ভি টিউনস’ প্রেম প্রতিযোগিতার। এই প্রতিযোগিতায় জয়ী হতে পারলেই মিলবে নগদ পাঁচ হাজার টাকা।

advertisement

Vodafone Idea ২৯৯ টাকার রিচার্জ করা গ্রাহকদের কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই ২৮ দিনের বৈধতায় ৫জিবি অতিরিক্ত ডেটার সুবিধা দিচ্ছে। যে সব গ্রাহক ২৯৯ টাকা দিয়ে তাঁদের নম্বর রিচার্জ করতে চান না তাঁরা ১৯৯ টাকা দিয়েও রিচার্জ করতে পারেন। এক্ষেত্রে তাঁরা ২জিবি পর্যন্ত ইন্টারনেট ডেটা অতিরিক্ত পেতে পারেন।

Vodafone গ্রাহকদের ২৯৯ টাকার প্রিপেড প্ল্যানে আনলিমিটেড টকটাইম অফার করে। এছাড়া এই ট্যারিফে বিনামূল্যে পাওয়া যায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা এবং ১০০টি এসএমএস। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন।

advertisement

এরই সঙ্গে যে কোনও গ্রাহক ‘উইকএন্ড রোলওভার’X এবং ‘ফুল নাইট বিঞ্জ’-র সুবিধাও পেয়ে থাকেন। এছাড়াও কোনও গ্রাহক অতিরিক্ত খরচ ছাড়া প্রতি মাসে ২জিবি পর্যন্ত ব্যাকআপ ডেটা পেতে পারেন।

আরও পড়ুন- মোবাইল চার্জ করতে আর বিদ্যুৎ লাগবে না! এই চার্জার একবার ব্যবহার করে দেখুন

তবে মনে রাখতে হবে ১৪ ফেব্রুয়ারির আগে রিচার্জ করলেই ৫জিবি ফ্রি ডেটার সুবিধা যোগ হবে।

advertisement

সঙ্গীত প্রতিযোগিতায় পুরস্কার

অতিরিক্ত ইন্টারনেট ডেটা ছাড়াও, Vodafone Vi ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে সোশ্যাল মিডিয়াতে একটি বিশেষ Vi সঙ্গীত প্রতিযোগিতা চালাচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

ভিআই অ্যাপে হাঙ্গামা মিউজিকের ভ্যালেন্টাইন্স প্লে-লিস্টের একটি গানের কথা অগোছালো ভাবে সাজিয়ে দেওয়া হবে। গ্রাহককে সঠিক গানটি অনুমান করতে বলা হবে। অংশগ্রহণকারীদের #ViLoveTunes হ্যাশট্যাগ দিয়ে সঠিক উত্তরে জানাতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য দৈনিক একজন বিজয়ীকে ৫,০০০ টাকার গিফট ভাউচার পুরস্কার দেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভালোবাসার বিশেষ উপহার! ভোডাফোন আইডিয়া দিচ্ছে ৫ জিবি অতিরিক্ত ডেটা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল