TRENDING:

UPI পেমেন্টে এবার বাড়তি চার্জ লাগবে? কি জানাল অর্থ মন্ত্রক

Last Updated:

UPI Payment Charges: ইউপিআই ট্রানজাকশনে অতিরিক্ত টাকার চার্জ দাবি করতে পারে বলে বিভিন্ন জল্পনার কথা সামনে এসেছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের তরফে এক প্রতিবেদনে স্পষ্ট করে দেওয়া হয়েছে পরবর্তী সময়ে ইউপিআই পেমেন্টের ওপরেও অতিরিক্ত চার্জ আরোপ করা হতে পারে কি না সেই বিষয়ে। রবিবার একাধিক ট্যুইটারের বার্তায় অর্থ মন্ত্রক জানিয়েছেন যে, UPI (Unified Payments Interface) একটি 'ডিজিটাল পাবলিক গুড' এবং ইউপিআই পরিষেবাগুলির জন্য কোনও চার্জ ধার্য করার কোনও অর্থই হয় না। ট্যুইটে আরও বলা হয়েছে যে, রিকভারির খরচ মেটাতে অন্যান্য উপায় অবলম্বন করা হবে। শুধু কর না বসানোর সিদ্ধান্তই নয়, একই সঙ্গে এটাও স্পষ্ট করা হয়েছে যে সরকার দেশে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে।
advertisement

অর্থ মন্ত্রক আরও জানিয়েছে যে, ডিজিটাল মোডে অর্থপ্রদানের ব্যবস্থাকে আরও উৎসাহিত করার জন্য সরকার এই বছর থেকে নানা সহায়তা করার কথা ঘোষণা করেছে। অর্থপ্রদানের পরিকাঠামো বজায় রাখার জন্য ইউপিআই ট্রানজাকশনে অতিরিক্ত টাকার চার্জ দাবি করতে পারে বলে বিভিন্ন জল্পনার কথা সামনে এসেছিল। ১৭ অগাস্ট প্রকাশিত একটি আলোচনা পত্র অনুসারে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কও এই বিষয়ে প্রতিক্রিয়া চেয়েছে। শুধুমাত্র ইউপিআই ট্রান্সজাকশন নয়, অন্যান্য ডিজিটাল পেমেন্ট মোড যেমন ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (IMPS), ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (NEFT) সিস্টেম এবং রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট (RTGS) সিস্টেম ইত্যাদি নিয়েও নানান প্রশ্ন উঠেছিল।

advertisement

আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে

ওই প্রতিবেদনটিতে সরকারকে তার জিরো-এমডিআরের নীতিটি পুনরায় খতিয়ে দেখার জন্য অনুরোধ করা হয়। এটি সাধারণত RuPay এবং UPI ট্রান্সজাকশনে অনুপস্থিত থাকে। এমডিআর আকারে ডিজিটাল পেমেন্টের উপর আরোপিত ফিয়ের মাধ্যমে, পরিষেবা প্রদানকারীরা সিস্টেমে আরও উন্নতি করতে পারবে বলে আশ্বাস দেয়।

advertisement

দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের ইন্ডাস্ট্রিয়াল বডি পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া এই বছরের শুরুতে সরকারকে চিঠি লিখে জানিয়েছিল যে, ২০২২ সালের কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের আগে, জিরো-এমডিআর ব্যবস্থা ফিরিয়ে আনা হোক UPI এবং Rupay ডেবিট কার্ডের জন্য, যেমনভাবে বর্তমানে Visa এবং Mastercard ডেবিট কার্ডে এমডিআরের অংশ যথাক্রমে ইস্যুকারী ব্যাঙ্ক এবং ব্যবহারকারীর দ্বারা ভাগ করে নেওয়া হয়।

advertisement

আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরবিআই-এর পত্রে অনুরোধ করা হয়েছে যে, ইউপিআই-এর বিষয়টিকে, ভিসা এবং মাস্টারকার্ড ডেবিট থেকে আলাদা ভাবে গ্রহণ করা উচিত কি না সে বিষয়ে প্রতিক্রিয়া দিতে। সরকার, ট্যুইটের মাধ্যমে জানিয়েছে যে, এটি 'অর্থনৈতিক এবং ইউজার-ফ্রেন্ডলি' ডিজিটাল ট্রানজাকশনকে উৎসাহিত করে, তাই এই বিষয়ে কোনও প্রকারের চার্জ নেওয়ার প্রশ্ন ওঠে না।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
UPI পেমেন্টে এবার বাড়তি চার্জ লাগবে? কি জানাল অর্থ মন্ত্রক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল