TRENDING:

New Scooter: TVS নিয়ে এল নয়া টু হুইলার, শক্তিশালী ইঞ্জিন-ডিস্ক ব্রেক, বাইক যেন চলবে হাওয়ায়! দাম জানুন

Last Updated:

আন্তর্জাতিক বাজারে বিক্রিতে রেকর্ড গড়েছে TVS HLX টু হুইলার। ৩.৫ মিলিয়ন ইউনিটের বেশি বিক্রি হয়েছে। সোমবার একথা জানিয়েছে টিভিএস মোটর কোম্পানি। এরপরই অতিরিক্ত ফিচার-সহ TVS HLX 150F লঞ্চ করল কোম্পানি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: আন্তর্জাতিক বাজারে বিক্রিতে রেকর্ড গড়েছে TVS HLX টু হুইলার। ৩.৫ মিলিয়ন ইউনিটের বেশি বিক্রি হয়েছে। সোমবার একথা জানিয়েছে টিভিএস মোটর কোম্পানি। এরপরই অতিরিক্ত ফিচার-সহ TVS HLX 150F লঞ্চ করল কোম্পানি।
advertisement

TVS HLX-এর ব্যাপক বিক্রির জন্য গ্রাহকদের প্রতি ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছে কোম্পানি। নতুন TVS HLX 150F-এ অতিরিক্ত সুরক্ষা ফিচার, আরও ভাল সাসপেনশন এবং উন্নত স্টাইলিং ফিচার রয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনWomen Earning: মহিলা উদ্যোক্তদের হেয় করবেন না, পরিষ্কার রোজগারের মাথা, কীভাবে হয় লক্ষ লক্ষ আয়?

টিভিএস একটি বিজ্ঞপ্তিতে বলেছে, ‘দশ বছর আগে TVS HLX আফ্রিকায় লঞ্চ হয়। এখন লাতিন আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার ৫০টি দেশে এই বাইক পাওয়া যাচ্ছে’। TVS HLX 150F লঞ্চ করে গ্রাহকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে টিভিএস আরও বলেছে, ‘এতে শক্তিশালী ইকোথ্রাস্ট ইঞ্জিন, উন্নত নিরাপত্তা ফিচার এবং দক্ষ সাসপেনশন দেওয়া হয়েছে। নতুন গ্রাফিক্স এবং আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে TVS HLX 150F’।

advertisement

পাশাপাশি এতে সেমি-ডিজিটাল স্পিডোমিটার এবং সামনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। আপাতত তিনটি রঙে পাওয়া যাচ্ছে। ইকোথ্রাস্ট ইঞ্জিনে রয়েছে আইওসি প্রযুক্তি। টিভিএস-এর দাবি, এতে জ্বালানি খরচ বাঁচবে। খুব বেশি রক্ষণাবেক্ষণেরও প্রয়োজন পড়বে না।

আরও পড়ুনGoogle Chrome Cyber Crime: গুগুল ক্রোমেই লুকিয়ে আসল সাইবার ক্রাইম! খবরদার ক্লিক করবেন না, করলেই লুঠ হবে জরুরী তথ্য! সাইবার বিশেষজ্ঞদের বিশেষ পরামর্শ

advertisement

নতুন ফিচার হিসেবে রয়েছে, ট্র্যাপিজয়েডাল এলইডি হেডলাইট যা একইসঙ্গে উজ্জ্বল এবং এনার্জি সাশ্রয়ী, ভাল গ্রিপের জন্য পিলিয়ন হ্যান্ডেল রেল, পিছনে লোড ক্যারিয়ার এবং টিউবলেস টায়ার। টিভিএস মোটর কোম্পানির ইন্টারন্যাশনাল বিজনেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল নায়েক বলেন, ‘TVS HLX টু হুইলার গ্রাহকদের ভরসাস্থল হয়ে উঠেছে। ৩.৫ মিলিয়ন গ্রাহকের নিত্যদিনের সঙ্গী। ২০১৩ সালে আমরা এই বাইক চালু করেছিলাম। ৬ বছরের মধ্যেই এক মিলিয়ন বিক্রি ছাড়িয়ে যায়’।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর সঙ্গে তিনি যোগ করেন, ‘পরের চার বছরে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে গোটা বিশ্ব। কিন্তু করোনা মহামারীর মধ্যেও বিক্রিতে ভাঁটা পড়েনি। বরং দ্বিগুণেরও বেশি গ্রাহক বৃদ্ধি পেয়েছে। এরপরই আমরা TVS HLX 150F লঞ্চের সিদ্ধান্ত নিই। এই টু হুইলার গ্রাহকদের সমস্ত চাহিদা পূরণ করবে’। তবে ভারতীয় বাজারে এই টু হুইলার পাওয়া যাবে না বলে জানানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
New Scooter: TVS নিয়ে এল নয়া টু হুইলার, শক্তিশালী ইঞ্জিন-ডিস্ক ব্রেক, বাইক যেন চলবে হাওয়ায়! দাম জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল