TRENDING:

'এই' 'ওই' নম্বর থেকে ফোন করে জ্বালাচ্ছে! এই সরকারি অ্যাপ মোবাইলে রাখুন, নিস্তার পাবেন

Last Updated:

TRAI DND 3.0 App: এই সরকারি অ্যাপ মোবাইলে থাকলেই আর কোনও নম্বর থেকে আপনাকে কেউ জ্বালাতন করতে পারবে না। জেনে নিন এই অ্যাপ সম্পর্কে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কোনও গুরুত্বপূর্ণ কাজ করছেন। ঠিক তখনই দেখলেন মোবাইল বেজে উঠল। তাকিয়ে দেখলেন, স্প্যাম কল। ছুটির দিন দুপুরে হয়তো একটু ভাতঘুম দিয়েছেন। এমন সময় আপনার ঘুমের দফারফা করল স্প্যাম কল।
advertisement

আজকাল বিভিন্ন সংস্থা নানা উপায়ে আপনার ফোন নম্বর পেয়ে যায়। কখনও ইচ্ছায় বা অনিচ্ছায় আপনিই হয়তো সেই নম্বর দিয়েছেন কাউকে। আর রক্ষে নেই। এর পরই শুরু হবে যখন-তখন ফোন কল। কখনও লোন নেওয়ার অনুরোধ, কখনও আবার ইনসিওরেন্স পলিসি বোঝাতে ফোন। একেবারে তিতিবিরক্ত করে ছাড়বে।

আরও পড়ুন- পেটিএম নিয়ে বিরাট খবর! ২৯ ফেব্রুয়ারির পর বন্ধ হয়ে যাবে ‘এই’ পেটিএম পরিষেবা…

advertisement

অনেকেই এই ধরণের স্প্যাম কলে বিরক্ত। তবে কোনও উপায় না জানা থাকায় সেই বিরক্তি বরদাস্ত করে চলেছেন। ফোনে ডু নট ডিস্টার্ব সেটিং সেট করেছেন, কিন্তু তাতেও সমস্যার সমাধান হচ্ছে না। তা হলে উপায় কী! আজ আমরা সেই ব্যাপারেই বলব।

অনেকের ফোনেই একের পর এক অজানা নম্বর থেকে ফোন আসে। বিরক্তির শেষ থাকে না। সেই সব কল ঠেকাবেন কী করে! উপায় আছে। সমস্যার সমাধান দিয়েছে সরকার। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া একটি DND অ্যাপ চালু করেছে।

advertisement

এই অ্যাপ ইনস্টল করা থাকলে যে কোনও অবাঞ্ছিত কল এবং মেসেজ সম্পূর্ণরূপে ব্লক করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে TRAI DND 3.0 অ্যাপ ডাউনলোড করে রাখুন ফোনে। ইনস্টল করার পর আপনার নম্বর দিয়ে OTP পাবেন।

আরও পড়ুন- Instagram-এও করা যায় ভিডিও কল! কীভাবে করবেন দেখে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আপনি চাইলে কোনও বিশেষ নম্বরের ব্যাপারে অভিযোগও জানাতে পারেন। একবার লগ ইন করলেই বুঝতে পারবেন এই অ্যাপ কীভাবে কাজ করছে!

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
'এই' 'ওই' নম্বর থেকে ফোন করে জ্বালাচ্ছে! এই সরকারি অ্যাপ মোবাইলে রাখুন, নিস্তার পাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল