TRENDING:

Tinder: মনের মতো জীবনসঙ্গী চাই? Tinder-এই পাবেন তাঁকে! কীভাবে? জানুন সহজ উপায়

Last Updated:

Tinder: মনের মিল থাকবে এমন মানুষই তো জীবনসঙ্গী হবে! আর সেই সঙ্গীকে খুঁজে পেতে হলে Tinder-এ অবশ্যই আসতে হবে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Tinder: ডেটিং অ্যাপ টিন্ডার সোমবার বিশ্বব্যাপী প্রোফাইল এবং ডিসকভারি ফিচারের একটি নতুন স্যুট নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে “প্রোফাইল কুইজ” ফিচার যার সাহায্যে ব্যবহারকারীরা মজার কুইজের মাধ্যমে নিজেদের জীবনসঙ্গী বাছাই করতে পারবেন। টিন্ডার জানিয়েছে, “আমরা এমন একটি ফিচার আনতে চলেছি যা বিভিন্ন মজার এবং কৌতূহলোদ্দীপক কুইজের মাধ্যমে ব্যবহারকারীদের জীবনসঙ্গী বাছাই করার সুযোগ দেবে”।
advertisement

ভারত জুড়ে যুবজনসংখ্যার প্রায় ৭১ শতাংশ মানুষ জানিয়েছেন যে তাঁরা এমন কোনও মানুষের সঙ্গে ডেটিং করতে চান যাঁর সঙ্গে মানসিক মিল রয়েছে। সে কারণেই এবার টিন্ডারের এই উদ্যোগ। কাউকে ডেট করার সময় তাঁদের কাছে কী গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা করা হলে, ৭৩ শতাংশের উত্তর “আমরা টিন্ডারের ওপরে ভরসা রাখতে পারি।” আবার ৭০ শতাংশের দাবি তাঁরা খোলা মনেই যে কোনও সঙ্গীকে মেনে নিতে আগ্রহী। অন্য দিকে, ৫৭ শতাংশের দাবি, তাঁরা মজার মানুষের সঙ্গে ডেটে যেতে চান। আবার ৪৬ শতাংশের দাবি একমাত্র শারীরিক ভাবে আকর্ষণীয় বলে মনে হলেই সম্পর্কে এগোনো যেতে পারে।

advertisement

আরও পড়ুন: মুসকুরাইয়ে..’! বলতেই মোদির বুকে মাথা রেখে হাউ-হাউ কান্না শামির! তারপর? বিশেষ ভিডিও

মার্ক ভ্যান রিসউইক, টিন্ডারের চিফ প্রোডাক্ট অফিসার একটি বিবৃতিতে বলেছেন যে, “টিন্ডারের এই নতুন ফিচারের এই স্যুটটি ক্রমবর্ধমান প্রয়োজনের প্রতিক্রিয়াতেই আনতে চলেছি আমরা। এই নতুন প্রোফাইল এবং ডিসকভারি ফিচার ব্যবহারকারীদের অভিজ্ঢ়তা অনন্য করে তুলবে বলেই আশা রাখছি।’ এই ফিচার বাদে টিন্ডারে অন্যান্য নতুন ফিচারও রয়েছে যেমন, প্রোফাইল প্রম্পট, বেসিক ইনফো ট্যাগ, এনহ্যান্সড রিপোর্টিং, রিজ-ফার্স্ট রিডিজাইন এবং ডার্ক মোড।

advertisement

আরও পড়ুন: আপনার হাতেও হবে নরম তুলতুলে ফুলকো লুচি! জানুন এই সহজ কৌশল!

কোম্পানির মতে, “প্রোফাইল প্রম্পটস” ফিচারটি ব্যবহারকারীদের তাঁদের অনন্য ব্যক্তিত্ব প্রকাশ করতে এবং মজাদার সময় কাটানো থেকে শুরু করে প্রকৃত সম্পর্কে তৈরিতে সমস্ত দিক থেকেই সাহায্য করবে।টিন্ডারে উপলব্ধ এই প্রম্পটগুলিকে নির্বাচন করে এবং প্রতিক্রিয়া জানানোর মাধ্যমে, ব্যবহারকারীরা তাঁদের পার্টনারদের সঙ্গে আকর্ষক কথোপকথন তৈরি করতে পারেন। “বেসিক ইনফো ট্যাগ” ফিচারটি ব্যবহার করে নিজের সম্পর্কে কিছু বলা এবং সম্ভাব্য মিল সম্পর্কে এবার থেকে আরও সহজে জানা যাবে। প্রোফাইল রিপোর্টের ফিচার এর আগেও উপলব্ধ ছিল। “রিজ-ফার্স্ট রিডিজাইন” ফিচারটিতে নতুন ইউআই আপডেট করা অ্যানিমেশন এবং নতুন “ইটস এ ম্যাচ” ফিচারও রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Tinder: মনের মতো জীবনসঙ্গী চাই? Tinder-এই পাবেন তাঁকে! কীভাবে? জানুন সহজ উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল