TRENDING:

Technology News: আর কাজ করবে না Google Assistant! কী ঘটতে চলেছে এবার স্মার্টপণ্যের জগতে

Last Updated:

যাঁরা এই মুহূর্তে WearOS 2.0 সংস্করণের স্মার্টওয়াচ ব্যবহার করছেন তাঁদের জন্য এটা ভাল খবর নয়, তা বলাই যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্মার্টওয়াচ সেগমেন্ট-এর দিকেই যাবতীয় মনোযোগ দিতে চাইছে Google। সেই লক্ষ্যেই কাজ করছে সংস্থাটি। আর এথেকে বোঝাই যাচ্ছে আবার বাজারে নতুন ডিভাইস আনতে চলেছে তারা। সূত্রের খবর এই নতুন WearOS প্ল্যাটফর্ম Google-এর নতুন স্মার্টঘড়িগুলিকে আরও শক্তিশালী করবে।
advertisement

কিন্তু এরই বিপরীতে যেটা ঘটবে সেটা হল পুরনো পণ্য এবং সফ্টওয়্যারগুলিতে নজর দেওয়া প্রায় বন্ধই করে দেবে Google। যাঁরা এই মুহূর্তে WearOS 2.0 সংস্করণের স্মার্টওয়াচ ব্যবহার করছেন তাঁদের জন্য এটা ভাল খবর নয়, তা বলাই যায়। এই পণ্যগুলিতে Google Assistant বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: পেটে আসছে, মাথায় আসছে না! গুনগুন করলেই এমন গান এবার খুঁজে দেবে YouTube

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, Google শীঘ্রই WearOS 2.0 প্ল্যাটফর্মের সমস্ত স্মার্টওয়াচ থেকে Voice Assistant বন্ধ করে দিতে চলেছে। জানা গিয়েছে, Wear OS 2.0 ঘড়িতে Google Assistant আর পাওয়া যাবে না। কেউ তাঁর স্মার্টঘড়িকে ভয়েস ফিচার ব্যবহার করতে চাইলে তাঁকে Wear OS 3 ব্যবহার করতে হবে।

advertisement

তবে এখনও Google আনুষ্ঠানিক ভাবে এই বদল আনার কথা জানায়নি। ফলে এমনটা সত্যিই ঘটতে চলেছে কিনা তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে যাঁরা এখন Wear OS 2 স্মার্টওয়াচ ব্যবহার করছেন তাঁরা আপগ্রেড করার কথা ভাবতেই পারেন। Google আগামী কয়েক মাসের মধ্যে Pixel Watch 2 লঞ্চ করাতে পারে বলে মনে করা হচ্ছে। সেই সময়ই সংস্থা পুরনো Wear OS সংস্করণ এবং ডিভাইসে এই ফিচার তুলে নিতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছাত্রছাত্রী থেকে অধ্যাপক, সবার চোখেই অশ্রু, বিদায় নিচ্ছেন প্রিয় শুভ্রাংশু স্যার
আরও দেখুন

Google Assistant হল উয়্যারেবল ইকোসিস্টেমের একটি অভ্যন্তরীণ অংশ। কিন্তু Google এবং Samsung জোট বেঁধে Wear OS 3 সংস্করণ তৈরি করতে শুরু করার সঙ্গে সঙ্গেই তা ফাংশনিং প্লাটফর্ম হিসেবে কাজ করতে শুরু করেছে। চলতি বছরই Wear OS 4 আসতে চলেছে৷ ফলে তা আরও একধাপ এগিয়ে যাবে তা বলাই যায়। আসলে WearOS ইকোসিস্টেমের ক্ষেত্রে বাজারে অনেকটা এগিয়ে রয়েছে Apple। এবার তার সঙ্গেই প্রতিযোগিতায় নামতে চাইছে Google।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Technology News: আর কাজ করবে না Google Assistant! কী ঘটতে চলেছে এবার স্মার্টপণ্যের জগতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল