YouTube: পেটে আসছে, মাথায় আসছে না! গুনগুন করলেই এমন গান এবার খুঁজে দেবে YouTube
- Written by:Trending Desk
- trending desk
Last Updated:
কোনও ব্যবহারকারী কোনও গান গুনগুন করলে বা রেকর্ড করে শোনালেই সেই গানটি বের করে দেবে তারা।
advertisement
এবার সেই সমস্যার সমাধান করে দেবে স্বয়ং YouTube। এমন সুবিধা অবশ্য ইতিমধ্যেই পাওয়া যায় Android-এ। এবার গুনগুন করলেই গান খুঁজে দেবে YouTube-ও। জানা গিয়েছে, এই বিষয়ে ইতিমধ্যেই পরীক্ষার কাজ শুরু করে দিয়েছে YouTube। কোনও ব্যবহারকারী কোনও গান গুনগুন করলে বা রেকর্ড করে শোনালেই সেই গানটি বের করে দেবে তারা।
advertisement
আপাতত এই ফিচারটি পরীক্ষামূলক ভাবে ব্যবহার করে দেখা হচ্ছে। অর্থাৎ, ব্যবহারকারীদের ক্ষুদ্র গোষ্ঠীর জন্য আপাতত খুলে দেওয়া হয়েছে এই সুবিধা। বিশেষ করে যাঁরা Android-এ YouTube ব্যবহার করেন৷ যাঁরা iOS ব্যবহার করেন তাঁরা এখনই এই সুবিধা পাবেন না বলেই জানা গিয়েছে। YouTube তার ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি বৃহত্তর ক্ষেত্রে চালু করে কিনা, তাও অবশ্য দেখার। কীভাবে পাওয়া যাবে?
advertisement
যাঁরা এই ফিচারটির সুবিধা পাবেন, তাঁরা YouTube-এ গিয়ে ‘ভয়েস সার্চ’-এ গিয়ে নতুন গান খোঁজার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যে গানটি খোঁজা হচ্ছে তা গুনগুন করে বা রেকর্ড করে ফেলতে হবে। গান সনাক্তকরণের জন্য তিন সেকেন্ড বা তার বেশি সময় ধরে রেকর্ডিং ধরে রাখতে হবে। YouTube-এর তরফ থেকে জানানো হয়েছে, একবার গানটি সনাক্তকরণ হয়ে গেলে, ব্যবহারকারীকে ফলাফল দেখানো হবে। তার মধ্যে যেমন থাকতে পারে অফিসিয়াল মিউজিক কন্টেন্ট, তেমনই থাকতে পারে অন্য কোনও ব্যবহারকারীর তৈরি ভিডিও, বা শর্টসও।
advertisement
Google অবশ্য ২০২০ সাল থেকেই এই বিশেষ সুবিধাটি দিতে শুরু করেছে। সেক্ষেত্রে ব্যবহারকারীকে Google Assistant এবং Google Search অ্যাপ ব্যবহার করতে হবে। সেখানে একটি কানের মতো চিহ্ন পাওয়া যাবে, সেখানে গিয়েই গুনগুন করতে হবে। Google জানিয়েছে, ব্যবহারকারীর গুনগুন শুনে মেশিন লার্নিং পদ্ধতি ব্যবহার করে গান খুঁজে দেওয়া হয়।
